আগুন আতঙ্কে বহুতল থেকে মহিলা শিশুরা বেরিয়ে আশ্রয় নেয় রাস্তায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন বলে মনে করছে দমকল। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও CESC র কর্মীরা। আবাসনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: ভোটে নজর লক্ষ্মীর ভাণ্ডারে, শাসক-বিরোধী সকলের মুখে এখন একই কথা !
advertisement
বস্তুত মাস দুয়েক আগে হাওড়ার উলুবেড়িয়া বাজার, বাগনান স্টেশন সংলগ্ন বাজার, ১৬ নং জাতীয় সড়কের পাশে সাঁকরাইলের নাবঘরা বাজারের পর এবার উলুবেড়িয়ার চেঙ্গাইলের ল্যাডলো বাজারে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় ১৫০ টি স্থায়ী অস্থায়ী দোকান। দোকানগুলিতে দাহ্য পদার্থ মজুত থাকায় একের পর এক দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে আশেপাশের এলাকা থেকে মানুষজন বেরিয়ে আসেন।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের জন্য ছাপানো হচ্ছে ‘ডবল ব্যালট’ পেপার! বহরমপুরে মারাত্মক অভিযোগ অধীরের
প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগেই ১৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া সাঁকরাইল থানা এলাকার নবঘড়া বাজারে হঠাৎই আগুন দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে গোটা বাজারে ছড়িয়ে পড়ে আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক অস্থায়ী দোকান।