Adhir Chowdhury: পঞ্চায়েত ভোটের জন্য ছাপানো হচ্ছে 'ডবল ব্যালট' পেপার! বহরমপুরে মারাত্মক অভিযোগ অধীরের

Last Updated:
বহরমপুরে মারাত্মক অভিযোগ তুললেন অধীর।
বহরমপুরে মারাত্মক অভিযোগ তুললেন অধীর।
বহরমপুর: পঞ্চায়েত নির্বাচনের জন্য ছাপানো হচ্ছে জোড়া ব্যালট পেপার৷ িবভিন্ন ছাপাখানায় এই কাজ চলছে৷ ভোট হয়ে গেলে বুথ থেকে স্ট্রংরুমে আসল ব্যালট পেপার নিয়ে যাওয়ার সময় নকল ব্যালট পেপারের সঙ্গে তা অদল বদল করা হবে৷
বুধবার বহরমপুরে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী৷ বহরমপুরের সাংসদের চাঞ্চল্যকর অভিযোগ, কমিশন, রাজ্য সরকার এবং শাসক দল মিলিত ভােব এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত৷
অধীর চৌধুরী বলেন, ‘পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে৷ এই ষড়যন্ত্র পঞ্চায়েত ভোট ঘোষণার দিন থেকে আজ পর্যন্ত চলছে৷ তৃণমূলের ক্রীতদাসকে নির্বাচন কমিশনার পদে বসানো হল৷ এমন ভাবে নির্বাচন ঘোষণা করা হল যাতে বিরোধীরা অপ্রস্তুত অবস্থায় থাকে, মনোনয়ন জমার জন্য পর্যাপ্ত সময় না পায়৷’
advertisement
advertisement
অধীর চৌধুরীর আরও অভিযোগ, ‘বিভিন্ন প্রেসে ডবল ব্যালট পেপার ছাপানো হচ্ছে৷ সেই ব্যালট পেপার নির্বাচনের দিন বুথ থেকে স্ট্রং রুমে যাওয়ার পথে পরিবর্তিত হবে। এই ষড়যন্ত্রে অংশ নিতে রাজি না হওয়ায় পুরুলিয়ায় তিনজন আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে৷ বাংলায় এক ভয়ঙ্কর কারচুপি খেলা খেলছে এই তৃণমূল দল। এখানে নকল ব্যালটের সাহায্যে জনমতকে পরিবর্তন করা হচ্ছে৷ এভাবেই নিজেদের জয় নিশ্চিত করতে চাইছে শাসক দল৷ আগামী দিনে বাংলার নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চাইছে তারা৷’
advertisement
মাত্র কয়েক দিন আগেই পটনায় বিরোধী শিবিরের বৈঠকে একসঙ্গে দেখা গিয়েছিল রাহুুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের৷ সেই বৈঠকের পর জাতীয় স্তরে পারস্পরিক সহযোগিতার বার্তা দিয়েছিল দু পক্ষই৷ কি়ন্তু ওই বৈঠকের পরই অধীর চৌধুরী দাবি করেছিলেন, বাংলায় এই জোট কার্যকর হবে না৷ আবার তৃণমূলও স্পষ্ট করে দিয়েছে, পটনার বৈঠকের শর্ত মেনে এ রাজ্যে শক্তির নিরিখে বাম, কংগ্রেসের নিরিখে তাদেরকেই অগ্রাধিকার দিতে হবে৷
advertisement
পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বাম-কংগ্রেস জোটকে আক্রমণ করেছেন৷ এবার পাল্টা সুর চড়ালেন অধীরও৷ ফলে রাজ্য স্তরে দুই দলের এই সংঘাত জাতীয় স্তরে কংগ্রেস-তৃণমূলের সমঝোতায় অন্তরায় সৃষ্টি করে কি না, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে৷ যদিও অধীর চৌধুরীর এ দিনের অভিযোগকে গুরুত্বই দিতে চাননি মুর্শিদাবাদের শাসক দলের নেতারা৷
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Adhir Chowdhury: পঞ্চায়েত ভোটের জন্য ছাপানো হচ্ছে 'ডবল ব্যালট' পেপার! বহরমপুরে মারাত্মক অভিযোগ অধীরের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement