স্থানীয় এক বাসিন্দা বলেন, গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি অগ্রদূত ক্লাব সংলগ্ন স্থানে প্রায় এক বছর ধরে এই দুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, এই বিষয়ে একাধিকবার গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যদের জানিয়েও সুরাহা হয়নি। এছাড়াও এলাকার বিভিন্ন স্থানে রাস্তা খোলার পর অব্যবস্থায় রয়ে গিয়েছে। সর্বত্র বিপদের হাতছানি, কোথাও রাস্তা মেরামতি হলেও নিম্নমানের সামগ্রী দিয়ে মেরামত করা হচ্ছে এমনও অভিযোগ মানুষের।
advertisement
আরও পড়ুনঃ শীতে ঘুরতে গিয়ে ডাবল লাভ! ফ্রি-তে পাওয়া যাচ্ছে আইনি পরিষেবা, পূর্ব মেদিনীপুরে দারুণ উদ্যোগ
এলাকাবাসীর বক্তব্য, এই রাস্তা দিয়ে টোটো চালানো খুবই ঝুঁকিপূর্ণ। বারবার গাড়ি আটকে যায়। বড় দুর্ঘটনা ঘটার আগে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। আরেক স্থানীয় বাসিন্দা জানান, রাতে আলো কম থাকায় ভাঙা রাস্তা দেখা যায় না। প্রতিদিনই দুর্ঘটনার ভয় নিয়ে চলতে হচ্ছে।
পঞ্চায়েত প্রধান উৎপল দলপতি এই বিষয়ে বলেন, জল সরবরাহের পাইপলাইন বসানোর দীর্ঘমেয়াদী কাজের কারণে এলাকার বিভিন্ন প্রান্তের রাস্তার খননকার্য হয়েছে। পাইপলাইন বসিয়ে বাড়ি বাড়ি জল সরবরাহ না হওয়া পর্যন্ত প্রকৃতভাবে এই সমস্যার সমাধান সম্ভব হচ্ছে না। বিভিন্ন স্থানে সঠিক জল সরবরাহ না হওয়ার কারণে একাধিকবার খনন করতে হচ্ছে, ফলে এমন সমস্যা দেখা দিচ্ছে। রাস্তা খারাপ হওয়ার কারণে বিভিন্ন এলাকায় রাস্তায় বিপদ কমাতে আলো লাগানো হচ্ছে। এই বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও তিনি আরও জানান, এই রিপেয়ারের কাজে অনেক জায়গাতেই বরাদ্দ টাকা অনুযায়ী ছোট ছোট করে এলাকাভিত্তিক কাজ হচ্ছে। সেখানে অনেক সময় স্থানীয় মানুষ বলপূর্বক বেশি কাজ করানোর চেষ্টা করছেন। অনেক ক্ষেত্রে গুণগত মান বজায় রাখতে সমস্যায় পড়তে হচ্ছে।





