মাটি থেকে প্রায় পাঁচ সাত ফুট গভীরে কুয়োর জলে কাতরাচ্ছে প্রায় ৪-৫ ফুটের সাপটি। স্থানীয় এক যুবক মারফত খবর পৌঁছয় পরিবেশ কর্মী দেবাশিস সাঁতরার কাছে। সেই খবর শুনেই তড়িঘড়ি বন দফতরে খবর দিয়ে ঘটনাস্থলে পৌঁছন দেবাশিসবাবু।
advertisement
দেবাশিস বলেন, ”উলুবেড়িয়ার ধুলাসিমলা গ্রাম পঞ্চায়েতের মৌবেশিয়া গ্রামের বাসিন্দা সনাতন বাগ শৌচালয় তৈরির জন্য একটি কুয়ো খুড়েছিলেন। সকালে দেখেন কুয়োর ভেতর একটি কেউটে সাপ পড়ে ছটফট করছে। তখনই ওখানের বাসিন্দা হেমন্ত পুরকাইত আমার সঙ্গে যোগাযোগ করেন। পরিবেশ কর্মী ও বনদফতরের কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় গভীর কুয়ো থেকে সাপটি উদ্ধার করে। উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় গড়চুমুকে প্রাণী চিকিৎসা কেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে।”
এ প্রসঙ্গে পরিবেশ কর্মী দেবাশিস সাঁতরা জানান, কিছু সাপ বিষধর হলেও সতর্কতা অবলম্বন করলে বিপদ এড়ানো সম্ভব। এই বর্ষার সময় সাপের উপদ্রব বাড়তে পারে। জঞ্জালমুক্ত রাখা এবং অন্ধকারে আলো ব্যবহার করে যাতায়াত করলে বিপদ মুক্ত থাকবে মানুষ। তিনি আরও জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। এই সমস্ত প্রাণীকে রক্ষা করা সকলের কর্তব্য।
—রাকেশ মাইতি