বিজ্ঞাপনের এই ব্যানার, পোস্টার দুর্ঘটনার কারণ হচ্ছে। আবার কোথাও দেখা যাচ্ছে নিকাশি নালায় পড়ে জল নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বর্তমানে হাওড়া শহর জুড়ে এই সমস্যা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। তাতেই শহরবাসীর ভোগান্তি বাড়ছে। শহরের ছোট-বড় রাস্তার পাশাপাশি পার্ক ও প্রতিষ্ঠানের দেওয়ালে পোস্টার ব্যানারের মোড়ক।
আরও পড়ুন : এবার সবুজের ‘গ্রেট ওয়াল’ দেখতে পাবেন পুরুলিয়ায়, দূষণ পালানোর পথ পাবে না! সীমান্তে তৈরি হচ্ছে ‘গাছ পাঁচিল’
advertisement
একাংশের অসচেতনতা এবং প্রশাসনের উদাসীনতার জেরেই এমন সমস্যা বলেই মনে করছেন অনেকে। এই ব্যানার পোস্টার যেমন কিছু স্থানকে ঢেকে দিচ্ছে। গাছের উপর পেরেক দিয়ে সাঁটিয়ে দেওয়া হচ্ছে ব্যানার। এর কুপ্রভাব পরিবেশের ওপরেও জোরদার। অন্যদিকে রাস্তার পার্শ্ববর্তীতে বড় বড় ব্যানার পোস্টার লাগানো হচ্ছে। ব্যানারে ব্যবহৃত কাঠ ভেঙে পড়ছে। আবার কোথাও ঝুলন্ত অবস্থায় থেকে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনেকেই দাবি করছেন, এই সমস্যার সমাধানের জন্য প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে ব্যানার লাগাতে প্রশাসনের অনুমতি নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। শহরের যেকোনও স্থানে ব্যানার, পোস্টার লাগাতে প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক করা হোক। একইসঙ্গে মেয়াদ শেষ হলে ব্যানার, পোস্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে খুলে নেয়, এমন নির্দেশিকা খুবই প্রয়োজন বলেই মনে করছেন সকলে।





