এই প্রতিযোগিতায় সবথেকে আকর্ষণীয় পুরস্কারের তালিকায় রয়েছে বাইক। এছাড়াও বহু আকর্ষণীয় পুরস্কার এবং থাকছে ফ্রিজ। কয়েক বছর আগে পর্যন্ত প্রায় প্রতিটি ক্লাব প্রতিষ্ঠানে ক্যারাম খেলার চলছিল দারুন। যুবসমাজ সারাদিন মাঠে অন্যান্য খেলায় মাতোয়ারা হয়ে থাকত, সন্ধ্যায় ক্যারাম খেলায় মেতে উঠত। কিন্তু বিগত এক দশকে ক্যারাম খেলার প্রতি যুবসমাজের আগ্রহ কম হয়েছে।
advertisement
আরও পড়ুন: আলুক্ষেতে বড় শিকারের ছক দুষ্কৃতীদের, লোহার খাঁচায় ছটফট করছিল জ্যান্ত টোপ! প্ল্যান ভেস্তে দিল বন দফতর
সেই আগ্রহ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। ১১ ও ১২ জানুয়ারি দুই দিনব্যাপী প্রতিযোগিতার নিলাম পর্ব থেকে দারুণ আগ্রহ দেখা দিয়েছে। এই খেলায় ৬৪ দল অংশগ্রহণ করবে। উদ্যোক্তাদের কথায় বর্তমান সময়ে অন্যান্য খেলার সঙ্গে হারিয়ে যেতে বসেছে ক্যারাম খেলার চর্চা। সেই দিক থেকে নবীন প্রবীণ সমস্ত বয়সের মানুষকে ক্যারাম খেলার প্রতি আগ্রহ বাড়াতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিগত দিনে টেনিস ক্রিকেট ও ফুটবলে উদ্যোগ নেওয়া হয়েছে যুবদের উৎসাহিত করতে। এবার সেই উদ্যোগ নেওয়া হল ক্যারম প্রতিযোগিতায়। খেলার আগে অকশন অর্থাৎ নিলাম পর্ব থেকেই উৎসাহ জেলা ও জেলার বাইরের প্রতিযোগীদের। প্রতি দলে দুইজন করে খেলোয়াড় থাকবে। দুই দিন ধরে চলবে খেলা, চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি যুব দিবসের দিন।






