জগৎবল্লভপুরের পোলগোস্তিয়ায় বোমাবাজির অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ১০ টা নাগাদ পর পর বোম বিস্ফোরণের শব্দ, কেঁপে উঠে এলাকা। একদল দুষ্কৃতী এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। এই অশান্তির ঘটনা স্থানীয় তিন বাসিন্দার মদতে বলে জানা যায়, স্থানীয় তিনজনের উপস্থিতিতে একদল দুষ্কৃতিকে নিয়ে এসে আচমকা বোমাবাজি শুরু করে বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: হল না শেষরক্ষা! ধূপগুড়িতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও হার মানতে হল ট্রেনের ধাক্কায় আহত আরেক হাতিকে
সমিতির বাঁধ এলাকা থেকে বোম ছুঁড়তে ছুঁড়তে দুষ্কৃতীরা বসতি এলাকা গ্রামের ভিতর পর্যন্ত। এলাকায় একটি বেকারি দোকানে হামলা চালানো হয় বলে অভিযোগ। মারধর করা হয় বেকারির মালিক ও কয়েকজন ক্রেতাকে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। প্রায় পাঁচ জন আহত হয় বলে জানা গিয়েছে। তাদের চিকিৎসা চলছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রবিবার সন্ধ্যা পার হতেই, হঠাৎ পরপর বোমার শব্দে কেঁপে উঠল এলাকা। স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, ঘর ছেড়ে তাঁরা বাইরে বেরিয়ে পড়েন। ঘটনাস্থলে পৌঁছন জগৎবল্লভপুর পোলগোস্তিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ নিজাম, কোনও কারণ ছাড়াই এলাকায় বোমাবাজি বলে জানান তিনি, নির্বাচনের আগে শক্তি প্রদর্শন করতেই স্থানীয় কয়েকজনের মধ্যে এই কাণ্ড এমনটাই অভিযোগ স্থানীয় মানুষ এবং পঞ্চায়েত প্রধানের।





