পোস্টমর্টেম রিপোর্ট পেতে মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা এবং বেশ ধকল পোহাতে হয়। সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে মানুষ। এবার ওয়েবসাইটে উপযুক্ত তথ্য দিলে সঙ্গে সঙ্গেই মিলবে বিস্তারিত। সেখান থেকেই রিপোর্ট ডাউনলোড করতে পারবেন। যে ওয়েব সাইটে এই রিপোর্ট পাওয়া যাবে তা হল, wbpmr.kolkatapolice.org
আরও পড়ুনঃ বারুইপুরে রাতের অন্ধকারে বালি ফেলে পুকুর ভরাটের চেষ্টা! পুলিশের তৎপরতায় আটক ১
advertisement
এবার মানুষের দুর্ভোগ কমবে মায়নাতদন্তের রিপোর্ট পেতে। আধুনিক অনলাইন পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ এখন অল্প সময়ে সহজ পদ্ধতিতে পোস্টমর্টেম রিপোর্ট সংগ্রহ করতে পারবেন। পুলিশের তরফে বিজ্ঞপ্তিতে এমনই সংবাদ জানান হয়েছে।
অনলাইন পোস্টমর্টেম পোর্টালের হোম পেজের একদম প্রথমেই রয়েছে ডাউনলোড পি.এম রিপোর্টের অপশন। অপশনটিতে ক্লিক করার পর, নিজের মোবাইল নং এবং ক্যাপচা সহযোগে সাবমিট করুন। সঙ্গে সঙ্গেই আপনি নিজের মোবাইল ফোনে পেয়ে যাবেন একটি ও.টি.পি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভেরিফাই ও.টি.পি তে ক্লিক করার পরেই জেলার শবাগার ঠিকানা, পি.এম নাম্বার এবং পি.এম তারিখ লিখে, সার্চ করুন পি.এম রিপোর্ট। এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্বর্গীয় ব্যক্তির ময়নাতদন্তের রিপোর্ট খুব সহজেই আপনি ডাউনলোড করতে পারবেন। নাগরিক পরিষেবা আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ পুলিশের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।






