TRENDING:

Howrah News: গঙ্গাধরপুরে ৩৩ বিঘা জমির উপর জহর নবোদয় বিদ্যালয়ের নতুন ক্যাম্পাস! সবুজে ঘেরা বিস্তীর্ণ এলাকায় ঝকঝকে বিল্ডিং, যোগ হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণি

Last Updated:

Howrah News: সঙ্কট পেরিয়ে জহর নবোদয় বিদ্যালয়েরের স্বপ্নপূরণ। গঙ্গাধরপুরে নিজস্ব ৩৩ বিঘা জমির উপর গড়ে উঠছে নতুন স্কুল ক্যাম্পাস। বর্তমানে বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৭২ জন। যোগ হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গাধরপুর, হাওড়া,  রাকেশ মাইতি: সঙ্কট পেরিয়ে স্বপ্নের ক্যাম্পাস গঙ্গাধরপুরে। নতুন অধ্যায় জহর নবোদয় বিদ্যালয়ের। সঙ্কটের মধ্য দিয়েই শুরু হয়েছিল জহর নবোদয় বিদ্যালয়ের পথচলা। ২০১১ সালে গঙ্গাধরপুরে যাত্রা শুরু করলেও তার আগেই, ২০০৯ সালের পরবর্তী দু’বছর বাগনান শিক্ষানিকেতনের একটি ভবনে অস্থায়ীভাবে পঠন-পাঠন চলত এই কেন্দ্রীয় বিদ্যালয়ের। সেই সময় নানা সমস্যায় বিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল, যা ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মনে গভীর উদ্বেগ তৈরি করেছিল।
advertisement

ঠিক সেই কঠিন সময়ে শিক্ষক শংকর কুমার খাঁড়ার উদ্যোগে আশার আলো দেখা যায়। তাঁর হাত ধরেই কেইউসিটির প্রতিষ্ঠাতা সন্তোষ কুমার দাসের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। শিক্ষার প্রতি দায়বদ্ধতা থেকে গঙ্গাধরপুরে কেইউসিটির (KUCT) ৩৩ বিঘা জমি দান করেন তিনি। যা জহর নবোদয় বিদ্যালয়ের ভবিষ্যৎকে নতুন দিশা দেখায়। এরপর ২০১১ সাল থেকে দীর্ঘদিন কেইউসিটির একটি ভবনেই ধীরে ধীরে এগিয়ে চলে বিদ্যালয়ের শিক্ষাযাত্রা।

advertisement

আরও পড়ুনঃ সরকারি সমবায় অফিস এখন ছাগল ঘর! দু’দশক ধরে জরাজীর্ণ, পূর্বস্থলীতে প্রশাসনিক নীরবতা

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের শেষে। সবুজে ঘেরা বিস্তীর্ণ এলাকায় নিজস্ব জহর নবোদয় বিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় পঠন-পাঠন। নতুন ক্যাম্পাস শুধু ইট-কংক্রিটের পরিকাঠামো নয়, বরং অসংখ্য মেধাবী ছাত্র-ছাত্রীর স্বপ্ন পূরণের এক নির্ভরযোগ্য আশ্রয় হয়ে উঠেছে। এ বছরই বিদ্যালয়ে যুক্ত হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণি।

advertisement

View More

আরও পড়ুনঃ কথা রাখলেন মুখ্যমন্ত্রী, সন্দেশখালির দীর্ঘদিনের দাবিপূরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের সূচনা

আগে ষষ্ঠ শ্রেণি থেকে প্রতি শ্রেণিতে ৪০ জন করে ছাত্র-ছাত্রী পড়াশোনা করলেও, নিজস্ব ক্যাম্পাস পাওয়ায় সেই সংখ্যা এখন দ্বিগুণ হয়েছে। বর্তমানে বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৭২ জন। প্রত্যন্ত এলাকা থেকে আসা বহু মেধাবী পড়ুয়া আজ এখানে নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এ বিষয়ে বিদ্যালয়ের প্রিন্সিপাল অদৃশ কুমার শর্মা আবেগঘন কণ্ঠে জানান, ‘জহর নবোদয় বিদ্যালয় শুধু একটি স্কুল নয়, এটি ছাত্র-ছাত্রীদের দ্বিতীয় ঘর। এখানে পড়াশোনার পাশাপাশি তাদের চরিত্র গঠন, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ছেলেদের ও মেয়েদের জন্য আলাদা আবাসন রয়েছে, যেখানে নিরাপত্তা ও যত্নের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পায়।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঝপাঝপ পারদ পড়তেই তীব্র সংকটে গাঁদা চাষ! সরস্বতী পুজোয় ফুলের পিছনে বাড়বে বাজেট, আশঙ্কা
আরও দেখুন

তিনি আরও বলেন, ‘অনেক ছাত্র-ছাত্রী প্রত্যন্ত গ্রাম থেকে আসে। এই ক্যাম্পাসেই তারা বড় হয়, স্বপ্ন দেখতে শেখে। নিজস্ব ক্যাম্পাস চালু হওয়ায় পড়াশোনার পরিবেশ আরও সমৃদ্ধ হয়েছে, আর আমরা বিশ্বাস করি এখান থেকেই ভবিষ্যতের দেশগঠনের কারিগররা তৈরি হবে।’

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: গঙ্গাধরপুরে ৩৩ বিঘা জমির উপর জহর নবোদয় বিদ্যালয়ের নতুন ক্যাম্পাস! সবুজে ঘেরা বিস্তীর্ণ এলাকায় ঝকঝকে বিল্ডিং, যোগ হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল