Sandeshkhali: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, সন্দেশখালির দীর্ঘদিনের দাবিপূরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের সূচনা
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Sandeshkhali New Bridge: মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সন্দেশখালি পেতে চলেছে নতুন সেতু। প্রায় ৩ কোটি ৯১ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয়ে কুড়ি মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে প্রশাসনের আশা।
সন্দেশখালি, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সন্দেশখালি পেতে চলেছে নতুন সেতু। সন্দেশখালির দীর্ঘদিনের দাবি পূরণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো সন্দেশখালি ২নং ব্লকের বেড়মজুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েতকে সংযোগকারী ধুলিয়া খালের উপর স্টিলের সেতু নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা হল।
প্রায় ৩ কোটি ৯১ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয়ে কুড়ি মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে প্রশাসনের আশা। এদিন সেতু নির্মাণ কাজের শিলান্যাস করেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডাঃ হোসেন মেহেদী রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাখাঁর মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক, সন্দেশখালি ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ কুমার সামন্ত-সহ একাধিক প্রশাসনিক কর্তারা।
advertisement
আরও পড়ুনঃ সকালে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি, বিকেলে রোগীর মৃত্যু! সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ
গ্রামবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় মহিলাদের হাত দিয়েই নারকেল ফাটিয়ে সেতু নির্মাণের সূচনা করা হয়, যা অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্ত তৈরি করে। স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরে ধুলিয়া খালের কারণে বেড়মজুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের মানুষের যাতায়াতে চরম অসুবিধা হতো। বর্ষাকালে চরম অসুবিধার মধ্যে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, রোগী ও সাধারণ মানুষকে চলাচল করতে হতো। জরুরি পরিষেবা পেতেও ভোগান্তির শেষ থাকত না। নতুন সেতু তৈরি হলে শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্য-সব ক্ষেত্রেই উপকৃত হবেন হাজার হাজার মানুষ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। যাতে দ্রুত এই সেতু এলাকার মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তব রূপায়ণ দেখে খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, এই সেতু শুধু যোগাযোগের পথই খুলে দেবে না, বরং সন্দেশখালির সামগ্রিক উন্নয়নের নতুন দিগন্তও উন্মোচন করবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 07, 2026 2:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sandeshkhali: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, সন্দেশখালির দীর্ঘদিনের দাবিপূরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের সূচনা









