সন্তোষীর কৃত্তিত্বটাও যে খুব কম যায় না তা একেবারেই বলা যায় | কেটেবেল ভারোত্তলন এখন গোটা বিশ্বে মন করছে। শরীরচর্চা করতে গিয়ে অনেকেই বিভিন্ন ভাবে ভার তোলেন | সেই রকমভাবেই এই বিশেষ ধরণের লোহার ডাম্বেলের মতই দেখতে হয়, অনেকটা ঘরের ব্যবহারের চায়ের কেটলির মতো আকারের এই বিশেষ ধরণের সরঞ্জাম | দীর্ঘ দিন ধরে চললেও শেষ ১৫-২০ বছর ধরে এই ক্রীড়ার গ্রহণ যোগ্যতা বাড়ছে বিশ্ব জুড়ে | এই বছর দিল্লিতে অনুষ্ঠিত হয় IIUKL WORLD KETTLEBEIL প্রতিযোগিতা | সেখানেই মহিলা বিভাগে প্রতিযোগিতার সেরা হন হাওড়ার ব্যাটরার বাসিন্দা সন্তোষী বালিয়াল |
advertisement
আরও পড়ুন : 'মামলা লড়তে কোটি কোটি টাকা খরচ করবে অথচ সরকারি কর্মচারীদের ডিএ দেবে না' মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর
ছোটবেলা থেকে স্কুলের বিভিন্ন খেলায় যোগদান করা সন্তোষীর বিয়ে হয় বডি বিল্ডার ও শরীরচর্চার শিক্ষক কৌশিক বালিয়ালের সাথে | সন্তোষী ও কৌশিকের একটি সন্তানও আছে | সন্তানকে বড় করা, সংসারের যাবতীয় কাজকর্ম করে স্বামীর ইচ্ছায় শরীরচর্চায় যোগদান | সেখান থেকে আজ বিশ্ব চ্যাম্পিয়ান সন্তোষী বালিয়াল |
আমেরিকা, রাশিয়ার মতো দেশের প্রতিযোগীদের হারিয়ে আজ সন্তোষী শুধু বাংলার নোই গোটা ভারতের গৃহবধূদের কাছে দৃষ্টান্ত তৈরি করাই নয় তাঁদের মনোবল বেরোনোর আর এক নাম হয়ে উঠেছে | সংসার পরিবার সামলেও মহিলাদের সমাজের কাছে দৃষ্টান্ত হওয়া যায়, তা তিনি প্রমাণ করলেন |