TRENDING:

পড়ুয়াদের স্কুলমুখী করতে পথে নেমে পোস্টার লাগান সরকারি বিদ্যালয়ের প্রধানশিক্ষক

Last Updated:

Howrah Headmaster: কখনও পাঁচিলে উঠে আবার কখনো টোটো বা বাসের পিছনে পোস্টার লাগান বিশ্বজিৎ বাবু 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া : একজন আর একজনকে পিছন থেকে ধরে রেখেছেন।  আর একজন পাঁচিলে কিছু একটা কাগজ লাগাচ্ছেন | পথচলতি মানুষজন দেখে অবাক | ভদ্র পোশাকের দুটি মানুষের এমন কীর্তি দেখে সবাই রাস্তায় দাঁড়িয়ে পড়লেন | পাঁচিলে কাগজ লাগানোর পর নীচে নেমে এলেন তিনি | সকলের চোখে পড়লো একটি পোস্টার |
কোনও ছাত্র বা ছাত্রী স্কুলে অনুপস্থিত থাকলে স্কুলের পরে অনলাইনে তাকে সেদিনের স্কুলের  পাঠও পড়িয়ে দেন
কোনও ছাত্র বা ছাত্রী স্কুলে অনুপস্থিত থাকলে স্কুলের পরে অনলাইনে তাকে সেদিনের স্কুলের  পাঠও পড়িয়ে দেন
advertisement

প্রশ্ন জাগছিল সবার মনেই, একজন জিজ্ঞাসা করলেন কারণটা কী ? কথা বলে জানা গেলো যিনি পাঁচিলে উঠে পোস্টার লাগাচ্ছিলেন তিনি সরকারি প্রাথমিক স্কুলের প্রধানশিক্ষক | উত্তর হাওড়ার সালকিয়া বিদ্যাপীঠ ( প্রাথমিক )-এর প্রধানশিক্ষক বিশ্বজিৎ চক্রবর্তী | তিনি নিজের পকেটের কড়ি খরচ করেই  ছাপিয়ে ছেলেমেয়েদের সরকারি স্কুলে ভর্তির আবেদন-সহ বিজ্ঞপ্তি  কখনও কারওর বাড়ির দেওয়াল, টোটো বা বাসের পিছনে পোস্টার আকারে লাগিয়ে বেড়ান |

advertisement

বর্তমানে স্কুলের শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগ বিস্তর | এছাড়াও বিভিন্ন স্কুলের পঠন পাঠন নিয়েও অভিযোগ ভুরি ভুরি | তার পরেও সরকারি স্কুলে ভর্তি করানোর আর্জি নিয়ে প্রধানশিক্ষকের এমন প্রচেষ্টা যা প্রশংসার অনেক ঊর্ধ্বে | স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল, সালকিয়া বিদ্যাপীঠের, প্রাথমিক বিভাগের প্রধানশিক্ষক বিশ্বজিৎ বাবু যখন থেকে স্কুলের দায়িত্ব নিয়েছেন তখন থেকেই এই স্কুলের ক্রমশ বেড়েছে ছাত্রছাত্রীর সংখ্যা |

advertisement

আরও পড়ুন :  নজির গড়ল স্কুল, একসঙ্গে ১৮ জন পড়ুয়ার জন্মদিন পালন করলেন শিক্ষক শিক্ষিকারা

শুধু পোস্টারই নয়, কোনও ছাত্র বা ছাত্রী স্কুলে অনুপস্থিত থাকলে স্কুলের পরে অনলাইনে তাকে সেদিনের স্কুলের  পাঠও পড়িয়ে দেন | লকডাউনে সাইকেল চালিয়ে মিড ডে মিলের শুকনো খাবার ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি পৌঁছেও দিতেন | ছাত্রছাত্রী অসুস্থ থাকলে স্কুলের পড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনে মিড ডে মিলের খাবার আজও পৌঁছে দেন তিনি |

advertisement

আরও পড়ুন :  মহম্মদবাজারে গুলিবিদ্ধ শিক্ষকের মৃত্যু বর্ধমান মেডিক্যাল কলেজে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সরকরি স্কুলের প্রতি মানুষের যে চিন্তাধারা তা বদলাতেই তাঁর এই উদ্যোগ, দাবি প্রধানশিক্ষকের | তিনি আরও বলেন, অনেক স্কুলের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, তাতে তার কোনও সমস্যা নেই। ইচ্ছেশক্তি বা নিজের দায়িত্ব পালনই তাঁকে এই কাজ করতে সাহস বা শক্তি যোগায় | স্কুল বাচঁলেই শিক্ষকরা বাঁচবেন, তাই নিজেকে বাঁচানোর আগে স্কুল বাঁচানোটাই ঠিক কাজ বলে মনে করি | বলছেন এই দৃষ্টান্ত স্থাপনকারী।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পড়ুয়াদের স্কুলমুখী করতে পথে নেমে পোস্টার লাগান সরকারি বিদ্যালয়ের প্রধানশিক্ষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল