TRENDING:

Howrah Free Clothing Market: ফ্রি-তে পছন্দের জামাকাপড়! পুজোর আবহে হাওড়ায় বিনা পয়সায় পোশাক হাট! উপচে পড়ছে ভিড়

Last Updated:

Howrah Free Clothing Market: ছোট থেকে বড়, সকলের জন্য আছে শাড়ি, সালোয়ার, ধুতি, পাঞ্জাবি, ফ্রক, জামা, প্যান্ট, গেঞ্জি সহ নানা পোশাক। হাওড়ার এই 'পোশাক হাট' থেকে পোশাক নিতে কোনও টাকা লাগে না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেউলপুর, রাকেশ মাইতিঃ গাছতলায় বসেছে পুজোর হাট! এখানে বিনামূল্যে পোশাক পাচ্ছেন মানুষ। আর পাঁচটা হাটের থেকে আলাদা এই ‘পোশাক হাট’। প্রতিবছর দুর্গাপুজোর ঠিক আগে মহালয়া থেকে ভ্রাতৃদ্বিতীয়া পর্যন্ত থাকে হাটের পসরা। টানা একমাসের এই হাটে প্রায় প্রতিদিন মানুষ পোশাক নিতে আসেন। পুজোর আগে এই হাট কত মানুষের আনন্দের কারণ, তার ঠিক নেই। আসলে এই হাটে পোশাক নিতে লাগে না কোনও টাকা।
advertisement

ছোট থেকে বড়, সকলের জন্য আছে শাড়ি, সালোয়ার, ধুতি, পাঞ্জাবি, ফ্রক, জামা, প্যান্ট, গেঞ্জি সহ নানা পোশাক। পুজোর আবহে হাওড়ার প্রত্যন্ত গ্রাম দেউলপুর সাধারণতন্ত্রী দল কার্যালয় অফিস সংলগ্ন বাঁশ বাগানের ছায়ায় এই হাট বসেছে। মানুষ আসছেন, নিজেদের চাহিদা মতো পোশাক সংগ্রহ করছেন। খালি হাতে ফিরছেন না কেউ।

advertisement

আরও পড়ুনঃ আদিবাসীদের কাঁধে চেপে বিসর্জনে যান দেবী! চৌধুরী বাড়ির দুর্গাপুজোয় অটুট ৩৮৯ বছরের রীতি, মানত করতে ছুটে আসেন অনেকে

দুর্গাপুজো মানে নতুন পোশাক পরে উৎসবে মেতে ওঠা। সেই দিক থেকে দরিদ্র পরিবার সদস্যরাও যাতে নতুন পোশাক থেকে বঞ্চিত না হন, সেকথা ভেবেই দেউলপুর গ্রামের গোপাল আদক নতুন পোশাক উপহার বা পোশাক হাটের উদ্যোগ নেন। এই পুজোর মরশুমে ছোট-বড় সকলের মনে খুশি জোগাচ্ছে বিনামূল্যের এই পোশাক হাট।

advertisement

View More

সাধারণতন্ত্রী দলের জনদরদি নেতা সুশীল কুমার মুখোপাধ্যায়ের মৃত্যুবর্ষ থেকে মানুষকে পোশাক উপহার দেওয়ার কর্মসূচির সূচনা হয়। এবার ৩৬ তম বর্ষে দেউলপুর গয়লাডাঙায় সাধারণতন্ত্রী দলের কার্যালয়ে গাছতলায় চট পেতে বিছিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পোশাক। সেখান মানুষ আসছেন, নিজেদের পছন্দ মতো পোশাক বেছে নিচ্ছেন।

ছোট-বড়, পুরুষ-মহিলা সহ হাজারও মানুষ এখানে পোশাক নিতে আসেন। ছোটরা বাবা-মা অথবা ঠাকুমা-দাদুর হাত ধরে এই হাটে পোশাক নিতে হাজির হয়েছে। জানা যাচ্ছে, প্রায় দু’মাস আগে প্রস্তুতি শুরু করেন গোপালবাবু।

advertisement

এই প্রসঙ্গে আয়োজক গোপাল আদক জানান, দেউলপুর, জালালসি, বলরামপুর, বহরিয়া সহ বিভিন্ন গ্রামের মানুষ বিনামূল্যের এই পোশাক হাটে হাজির হন। নতুন পোশাক পেতে যেমন একাংশ উৎসাহিত, তেমনই আরেকাংশ অতি উৎসাহের সঙ্গে বিভিন্নভাবে এই হাটের পসরা সাজাতে এগিয়ে আসেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্থানীয় শিক্ষক প্রভাষ চন্দ্র মাইতি জানান, মানুষকে নতুন পোশাক উপহার দিতে প্রায় ২-৩ মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করেন গোপালবাবু। পোশাকের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা মানুষদের জন্য জলখাবারের আয়োজন করেন, যা সত্যি প্রশংসনীয়। ওনাকে দেখেই এই কর্মযজ্ঞে এগিয়ে আসা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Free Clothing Market: ফ্রি-তে পছন্দের জামাকাপড়! পুজোর আবহে হাওড়ায় বিনা পয়সায় পোশাক হাট! উপচে পড়ছে ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল