যার মাধ্যমে আরও দ্রুত পুলিশের কাছে অভিযোগ জানানোর সুযোগ পাবে মানুষ।কখনও সোশ্যাল মাধ্যমে জাল অ্যাকাউন্ট বানিয়ে বন্ধু সেজে প্রতারণার ছক কষছে, আবার কখনও ফোনের ওপার থেকে বিভিন্ন কথার জালে ফাঁসিয়ে ভয় দেখিয়ে বা ব্যাঙ্কিং বিষয়ে ধরে ভুল বুঝিয়ে মানুষের থেকে তথ্য ওটিপি হাতিয়ে টাকা পয়সা লুট করছে প্রতারকরা। মূলত এই ধরনের ঘটনায় যত দ্রুত পুলিশের কাছে অভিযোগ জানানো যাবে। তত দ্রুত উদ্ধার এবং খোওয়া যাওয়া টাকার পরিমাণ বেশি উদ্ধার হয় সম্ভব। ফলে এই কিয়স্ক পরিষেবার মাধ্যমে তদন্ত করা আর সহজ হবে।
advertisement
গত প্রায় একমাস আগে হাওড়া শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলিতে মহিলাদের নিরাপত্তার গুরুত্ব রেখে ‘ পিঙ্ক বুথ ‘ চালু হয়। মূলত মহিলাদের যে কোনও সহযোগিতার জন্য কাজ করছে পিঙ্ক বুথ। অনেক ক্ষেত্রেই বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানায় অনেকটা সময় সাপেক্ষ হয়ে পড়ে। ফলে পিঙ্ক বুথের মাধ্যমে শহরেই মহিলারা আরও বেশি সুরক্ষিত। এবার সাইবার হেল্প কেয়ার একইভাবে জেলার মানুষকে সাইবার প্রতারণার হাত থেকে দ্রুত মুক্ত করবে।
এ প্রসঙ্গে হাওড়া নগরপাল প্রবীণকুমার ত্রিপাঠি জানান, সাইবার প্রতারণা সুরক্ষায় হাওড়া শহর আরও একধাপ এগিয়ে। যাতে প্রতারিত ব্যক্তি দ্রুত পুলিশের কাছে অভিযোগ জানাতে পারে। সেই বিষয়ে সাইবার হেল্প ইয়োরড এবং তিনটি ফোন নম্বর চালু করা হল হাওড়া জেলার মানুষের সুরক্ষা স্বার্থে।
রাকেশ মাইতি





