আরও পড়ুন: বঙ্গোপসাগরে ভয়ানক শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, মৌসুমী বায়ু ঢুকে গেল, ঝড়-বৃষ্টি প্রবল
আগামী দিনে আরও বেশি সংখ্যক ছাত্র-ছাত্রীদের এই শিবিরে যোগদান করানোর লক্ষ্য। স্থানীয় স্কুলগুলিতে এমন শিবিরের আয়োজন করার উদ্যোগ নেয়া হচ্ছে। এ বিষয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা। পাওয়ার পয়েন্টের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নানা বিষয়ে অবগত করা। কাউন্সিলর মাননীয়া স্বপ্না সিং খুব সহজ সরল ভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন।
advertisement
যদিও সূচনা এই অনুষ্ঠানে সংঘের তাইকোন্ডা প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রীরা এবং জুনিয়র ফুটবলাররা অংশগ্রহণ করে। আগামী দিনে স্থানীয় সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে এই শিবিরের আয়োজন করার লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানান উদ্যোক্তা শিক্ষক রাকেশ চন্দ্র। তিনি আরও জানান, বর্তমান সময়ে অনেক সময় বাবা-মা ছেলে মেয়েদের শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে, ছেলে মেয়ের উপর উপর চাপ দিয়ে ফেলেন । যে চাপ অনেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীবাস শিশুরা সহ্য করতে পারেনা। একই সঙ্গে পাঁশকুড়ার যে মর্মান্তিক ঘটনা, মানসিক দিক থেকে ছেলে মেয়ে শক্তিশালী হয়ে উঠলে এমন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের তাইকোন্ডা-র প্রশিক্ষক ব্ল্যাকবেল্ট প্রাপ্ত জাতীয় রেফারি মাননীয় সঞ্জু সিং, সংঘের সভাপতি তরুণ দত্ত, সম্পাদক রমেন নাগ ও স্বপন ঘোষ, এবং কার্যকরী সম্পাদক অরিন্দম দত্ত , এছাড়া সংঘের অন্যান্য পদাধিকারীবৃন্দ এবং সদস্যরাও উপস্থিত ছিলেন।
ছাত্র-ছাত্রীরা যাতে তাদের মন খুলে এই শিবিরে অংশগ্রহণ করতে পারে, অভিভাবকদের এই অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়। ক্লাব প্রতিষ্ঠান এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ।






