TRENDING:

Howrah Bridge Closed: আর মাত্র কয়েকঘণ্টা...! একটু পরেই বন্ধ হয়ে যাচ্ছে হাওড়া ব্রিজ, ঝটপট সেরে নিন যাবতীয় কাজ

Last Updated:

Howrah Bridge Closed: শনিবার রাত ১১টা থেকে বন্ধ থাকবে হাওড়া ব্রিজ! বিকল্প কোন পথে চলবে যানবাহন জেনে নিন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: কলকাতা এবং হাওড়বাসীর কাছে প্রাণের স্পন্দন হাওড়া ব্রিজ ৷ আর সেই হাওড়া ব্রিজ শনিবার রাতে ৫ ঘন্টার বন্ধ হয়ে যাচ্ছে ৷ হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ চলার জেরেই এই সিদ্ধান্ত৷ শনিবার রাত সাড়ে ১১টা থেকে বন্ধ হয়ে থাকবে হাওড়া ব্রিজ অর্থাৎ রবীন্দ্র সেতু ৷ রবিবার ভোর সাড়ে চারটে পর্যন্ত একটানা ৫ ঘণ্টা ধরে বন্ধ রাখা হবে হাওড়া ব্রিজ, তা বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে হাওড়া পুলিশ ৷
স্বাস্থ্য পরীক্ষার কারণে শনিবার রাত ১১ টা থেকে৫ ঘন্টা বন্ধ হাওড়া ব্রিজ
স্বাস্থ্য পরীক্ষার কারণে শনিবার রাত ১১ টা থেকে৫ ঘন্টা বন্ধ হাওড়া ব্রিজ
advertisement

এই ৫ ঘণ্টায় বিকল্প পথে গাড়ি চলাচল করবে৷ ওই সময়ে কোনও যানবাহনকেই ব্রিজের উপর দিয়ে চলার অনুমতি দেওয়া হবে না৷ হাওড়া থেকে আসা সমস্ত গাড়িকে কলকাতার দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে ৷ সেগুলিকে বার্ন স্ট্যান্ডার্ড মোড় হয়ে ফরশোর রোড হয়ে কাজীপাড়া মোড় ধরে দ্বিতীয় সেতু হয়ে চলাচল করানো হবে৷ কলকাতার স্ট্যান্ড রোড ধরে যে গাড়িগুলি উত্তরের দিকে যেত সেগুলিকে নিবেদিতা সেতু হয়ে এমজি রোড ও স্ট্যান্ড ক্রসিং থেকে পোস্তা ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যেতে হবে ৷

advertisement

আরও পড়ুন- ‘দেহব্যবসা করেছি…’! বাথরুম থেকে ১২ লাখ টাকা উদ্ধার হতেই সাফাই নায়িকার, এক ভুলেই কেরিয়ার শেষ বলি ডিভার! চিনতে পারলেন?

অন্যদিকে, ব্রেবোর্ন রোড দিয়ে যে গাড়িগুলি যাতায়াত করবে সেগুলি স্ট্যান্ড রোড হয়ে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজে ৷ এছাড়াও দক্ষিণ ও পূর্ব কলকাতা থেকে হাওড়া ব্রিজের দিকে আসা যানবাহনগুলোকে বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ৷ উত্তর হাওড়ার দিক থেকে এইচআইটি সেতু দিয়ে যে গাড়িগুলি আসবে, সেগুলিকে 27-A পয়েন্ট থেকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে ৷ গাড়ি চলবে  ডিএম বাংলো, বার্ন স্ট্যান্ডার্ড কোং, ফোরশোর রোড এবং কাজীপাড়া ক্রসিং দিয়ে ৷ পশ্চিম এবং দক্ষিণ হাওড়া থেকে আসা যানবাহন গুলো 27-A পয়েন্ট থেকে বালি ব্রিজের দিকে এইচআইটি ব্রিজ, গোলাবাড়ি পুলিশ স্টেশন ক্রসিং, পিলখানা ও জিটি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ৷

advertisement

আরও পড়ুন-বিরাট দুঃসংবাদ! মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী, শোকের ছায়া

হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করবেন শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা ৷ টানা ৫ ঘন্টা ধরে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে ৷ হাওড়া ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার-হাজার গাড়ি যাতায়াত করে ৷ সেই ব্রিটিশ আমলে তৈরি ব্রিজ আজও বাংলার গর্ব ৷ এককথায় বহির্বিশ্বে কলকাতার পরিচিতির অন্যতম প্রধান ল্যান্ডমার্ক হল এই হাওড়া ব্রিজ ৷ ৮১ বছর ধরে নিজের কাজে অবিচল হাওড়া ব্রিজ ৷ সেখানে কোনও বিরাম নেই ৷ ১৯৪৩ সালে চালু হওয়া হাওড়া ব্রিজ কলকাতা এবং হাওড়াকে সংযুক্ত করে ৷ প্রতিদিন লক্ষাধিক মানুষ ও যানবাহন বহন করে চলেছে এই ব্রিজ -এর আগে যথাক্রমে ১৯৮৩ ও ১৯৮৮ সালে হাওড়া ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছিল ৷

advertisement

বন্দর কর্তৃপক্ষের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় জানিয়েছেন, গত এপ্রিল মাস থেকে সরকারি সংস্থা ‘রাইটস’ হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ করছে ৷ এতদিন যানবাহন চলাচল স্বাভাবিক রেখে কাজ হচ্ছিল ৷ সমীক্ষার প্রয়োজনে এবার কয়েক ঘণ্টার জন্য পুরোপুরি যানবাহন চলাচল বন্ধ রাখতে হচ্ছে ৷ এর আগে ১৯৮৪ থেকে চার বছর ধরে হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল ৷ ওই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে ১৯৯২ থেকে ২০০৫ সালের মধ্যে ১৫ কোটি টাকা খরচ করে মেরামতি ও রক্ষণাবেক্ষণ হয় ৷ এবার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

রাকেশ মাইতি 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Bridge Closed: আর মাত্র কয়েকঘণ্টা...! একটু পরেই বন্ধ হয়ে যাচ্ছে হাওড়া ব্রিজ, ঝটপট সেরে নিন যাবতীয় কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল