এই ৫ ঘণ্টায় বিকল্প পথে গাড়ি চলাচল করবে৷ ওই সময়ে কোনও যানবাহনকেই ব্রিজের উপর দিয়ে চলার অনুমতি দেওয়া হবে না৷ হাওড়া থেকে আসা সমস্ত গাড়িকে কলকাতার দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে ৷ সেগুলিকে বার্ন স্ট্যান্ডার্ড মোড় হয়ে ফরশোর রোড হয়ে কাজীপাড়া মোড় ধরে দ্বিতীয় সেতু হয়ে চলাচল করানো হবে৷ কলকাতার স্ট্যান্ড রোড ধরে যে গাড়িগুলি উত্তরের দিকে যেত সেগুলিকে নিবেদিতা সেতু হয়ে এমজি রোড ও স্ট্যান্ড ক্রসিং থেকে পোস্তা ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যেতে হবে ৷
advertisement
অন্যদিকে, ব্রেবোর্ন রোড দিয়ে যে গাড়িগুলি যাতায়াত করবে সেগুলি স্ট্যান্ড রোড হয়ে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজে ৷ এছাড়াও দক্ষিণ ও পূর্ব কলকাতা থেকে হাওড়া ব্রিজের দিকে আসা যানবাহনগুলোকে বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ৷ উত্তর হাওড়ার দিক থেকে এইচআইটি সেতু দিয়ে যে গাড়িগুলি আসবে, সেগুলিকে 27-A পয়েন্ট থেকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে ৷ গাড়ি চলবে ডিএম বাংলো, বার্ন স্ট্যান্ডার্ড কোং, ফোরশোর রোড এবং কাজীপাড়া ক্রসিং দিয়ে ৷ পশ্চিম এবং দক্ষিণ হাওড়া থেকে আসা যানবাহন গুলো 27-A পয়েন্ট থেকে বালি ব্রিজের দিকে এইচআইটি ব্রিজ, গোলাবাড়ি পুলিশ স্টেশন ক্রসিং, পিলখানা ও জিটি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ৷
আরও পড়ুন-বিরাট দুঃসংবাদ! মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী, শোকের ছায়া
হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করবেন শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা ৷ টানা ৫ ঘন্টা ধরে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে ৷ হাওড়া ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার-হাজার গাড়ি যাতায়াত করে ৷ সেই ব্রিটিশ আমলে তৈরি ব্রিজ আজও বাংলার গর্ব ৷ এককথায় বহির্বিশ্বে কলকাতার পরিচিতির অন্যতম প্রধান ল্যান্ডমার্ক হল এই হাওড়া ব্রিজ ৷ ৮১ বছর ধরে নিজের কাজে অবিচল হাওড়া ব্রিজ ৷ সেখানে কোনও বিরাম নেই ৷ ১৯৪৩ সালে চালু হওয়া হাওড়া ব্রিজ কলকাতা এবং হাওড়াকে সংযুক্ত করে ৷ প্রতিদিন লক্ষাধিক মানুষ ও যানবাহন বহন করে চলেছে এই ব্রিজ -এর আগে যথাক্রমে ১৯৮৩ ও ১৯৮৮ সালে হাওড়া ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছিল ৷
বন্দর কর্তৃপক্ষের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় জানিয়েছেন, গত এপ্রিল মাস থেকে সরকারি সংস্থা ‘রাইটস’ হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ করছে ৷ এতদিন যানবাহন চলাচল স্বাভাবিক রেখে কাজ হচ্ছিল ৷ সমীক্ষার প্রয়োজনে এবার কয়েক ঘণ্টার জন্য পুরোপুরি যানবাহন চলাচল বন্ধ রাখতে হচ্ছে ৷ এর আগে ১৯৮৪ থেকে চার বছর ধরে হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল ৷ ওই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে ১৯৯২ থেকে ২০০৫ সালের মধ্যে ১৫ কোটি টাকা খরচ করে মেরামতি ও রক্ষণাবেক্ষণ হয় ৷ এবার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷
রাকেশ মাইতি