দিনে দিনে উদ্যানে আরও পর্যটক উপস্থিতি বাড়ছে। গত কয়েক বছরে বোটানিক্যাল গার্ডেনকে আরও সমৃদ্ধ করা হয়েছে। হাওড়ার বোটানিক্যাল গার্ডেন মানে বিখ্যাত বটগাছ, কিংস লেক, বিশাল পাতার পদ্ম, দেশি-বিদেশী নানা গাছ ও বিভিন্ন ফুল তো ছিলই। এর পাশাপাশি পর্যটক আকর্ষণ বাড়াতে পুনরায় বোটিং পরিষেবা চালু করা হয়েছে। তৈরি করা হয়েছে অ্যাকোয়াটিক প্ল্যান্ট, গোলাপ বাগান, চা বাগিচা তৈরি করে পুরনো ইতিহাস পুনরুদ্ধারের চেষ্টা, দূষণ নিয়ন্ত্রণ করতে উদ্যানের মধ্যে ক্যাফেটেরিয়া।
advertisement
আরও পড়ুন: বোটানিক্যাল গার্ডেনে শুধু বেড়ানো নয় এবার মিলবে চারা গাছ কেনার সুযোগ!
সম্প্রতি গাছ বিক্রি কাউন্টার শুরু হয়েছে বোটানিক্যাল গার্ডেনে। সব মিলিয়ে পর্যটক আকর্ষণ দারুণভাবে বাড়ছে। পর্যটকদের মধ্যে যদি মা ও শিশু কোনভাবে সমস্যায় না পড়ে। সেই দিক গুরুত্ব রেখে উদ্যানের দু’টি স্থানে তৈরি করা হয়েছে। শিশু পোষণ কেন্দ্র অর্থাৎ বেবি ফিডিং জোন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একটি শিশু পোষণ কেন্দ্র তৈরি করা হয়েছে বিখ্যাত বটগাছের কাছেই। অন্যটি ক্যাফেটেরিয়ার পাশে। বেবি ফিডিং জোনগুলিতে পরিষ্কার পরিচ্ছন্ন কংক্রিটের রুম, পাখার নিচে বসার জায়গা, এর মধ্যেই রয়েছে টয়লেটে বাথরুম। এ প্রসঙ্গে উদ্যান জয়েন্ট ডাইরেক্টর দেবেন্দ্র সিং জানান, যাতে মা ও শিশু এই রুমটি সহজে ব্যবহার করতে পারে, নিরাপত্তা ব্যবস্থা রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
রাকেশ মাইতি