Howrah News: বোটানিক্যাল গার্ডেনে শুধু বেড়ানো নয় এবার মিলবে চারা গাছ কেনার সুযোগ!

Last Updated:

ঐতিহাসিক ভারতীয় আচার্য জগদীশচন্দ্র বোস উদ্ভিদ উদ্যানে এবার চারা গাছ পর্যটক, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো চারা গাছ বিক্রির কাউন্টার এবং চা বাগান

+
বোটানিক্যাল

বোটানিক্যাল গার্ডেনে চারা বিক্রি

রাকেশ মাইতি, হাওড়া: আচার্য জগদীশচন্দ্র বোস উদ্ভিদ উদ্যানে অর্থাৎ বোটানিক্যাল গার্ডেনেএবার মিলবে চারা গাছ কেনার সু‌যোগ! মুগ্ধ বাতাস নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যের প্রাণে প্রকৃতি তথা গাছ ভালোবেসে আচার্য জগদীশচন্দ্র বোস উদ্ভিদ উদ্যান অর্থাৎ হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে অনেকেই যান। এখানে যতটা সময় সময় কাটানো যায় ততটাই মানসিক শান্তি মেলে, স্থানে দীর্ঘক্ষণ সময় কাটাতে কে না চায়। তাই একটু সময় পেলেই বি গার্ডেনে সময়ের কাটিয়ে আসার অভ্যাস বহু মানুষের। যেমন মানসিক শান্তি তেমন চোখ জুড়িয়ে যায় তার সবুজের সমাহারে। এবার শুধু মানসিক বা চোখের তৃপ্তি নয়, বি গার্ডেনে মিলবে গাছের চারা। গত কয়েক হাওড়ার বোটানিক্যাল গার্ডেন বিভিন্নভাবে সমৃদ্ধ হয়েছে। আকর্ষণ বেড়েছে মানুষের। বোটানিক্যাল গার্ডেনে আসা মানুষ এবার সঙ্গে নিয়ে যেতে পারবেন চারা গাছ।
শুধু শীত নয়, সারা বছর যাতে মানুষের উপস্থিতি বেশি থাকে সেইদিক গুরুত্ব দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে। সম্প্রতিক বয়স্কদের কথা ভেবে সমগ্র উদ্যান ঘুরে দেখার জন্য ব্যাটারি চালিত গাড়ি চালু করা হয়েছে। একইসঙ্গে পুনরায় বোটিং পরিষেবা এবং খাবারের জন্য ক্যাফেটেরিয়া যার মাধ্যমে আরও জনপ্রিয়তা বোটানিক্যাল গার্ডেনে।
advertisement
advertisement
বোটানিক্যাল গার্ডেন মানেই ঘন সবুজ নানা গাছের সমাহার, শুদ্ধ সতেজ বাতাস। সকাল থেকে প্রাতঃ ভ্রমণ থেকে শুরু করে বিকেল হাজারো মানুষ মানসিক শান্তি এবং শরীর সুস্থ রাখতে উদ্যানে হাজির হয়। এখান থেকেই যারা গাছ সংগ্রহ করতে পারবে মানুষ যার মাধ্যমে প্রকৃতি আরও সবুজ এবং সুন্দর হয়ে উঠতে পারে। আজ মানুষের আকর্ষণের জন‍্য একটি চা বাগানের উদ্বোধন করেন এম ও ই এফ এবং সিসির যুগ্ম সম্পাদক  নমীতা প্রসাদ। সঙ্গে ছিলেন  ডাইরেক্টর বি এস আই কলকাতার ডঃ আশিহো এ মাও । এবং উপস্থিত ছিলেন এ জে সি বি আই বি জি, বি এস আই হাওড়ার ডঃ দেবেন্দ্র সিং। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় গাছ বিক্রির কাউন্টার এবং চা বাগানের। এবার থেকে যে কোনও কম দামে পছন্দ মত গাছ কিনতে পারবেন। কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: বোটানিক্যাল গার্ডেনে শুধু বেড়ানো নয় এবার মিলবে চারা গাছ কেনার সুযোগ!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement