পূর্ব রেলওয়ে সদর দফতর থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে, বেলানগর ষ্টেশনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এইচবিসি শাখায় বেলানগর স্টেশনে ইলেকট্রনিক ইনটারলকিং প্রতিস্থাপনের জন্য রবিবার অর্থাৎ ২৬/৩/২০২৩ রাত্রি ১২:০০ AM টা থেকে রাত্রি ১১:৫৯ PM পর্যন্ত (হাওড়া - বর্ধমান-হাওড়া) লোকাল ভায়া কর্ড লাইন ট্রেন বাতিল থাকবে। শুধুমাত্র বালি ষ্টেশন পর্যন্ত মেন লাইন লোকাল পাওয়া যাবে।
advertisement
আরও পড়ুনঃ বহু লোকাল বাতিল, রুট বদল আরও বহু ট্রেনের! রবিবার হাওড়া ডিভিশনে ২৩ ঘণ্টা ট্রেন নিয়ন্ত্রণ
বর্ধমান স্টেশন ম্যানেজার স্বপন ভট্টাচার্য জানিয়েছেন, রবিবার বর্ধমান-হাওড়া কর্ড লাইনের সমস্ত ইএমইউ লোকাল বন্ধ থাকবে। বর্ধমান থেকে ডানকুনি পর্যন্ত ৮ জোড়া লোকাল ট্রেন চলাচল করবে। দু-জোড়া লোকাল ট্রেন বর্ধমান থেকে হাওড়া চলবে। মেন লাইনের সমস্ত লোকালই চলাচল করবে। তিন জোড়া মেন এক্সপ্রেস যেটি ভায়া কর্ড লাইন চলে, সেটি ভায়া ব্যান্ডেল চলবে। ২৬ তারিখ অর্থাৎ রবিবারের পর আবার ২৭ তারিখ সোমবার ট্রেন চলাচল যথারীতি স্বাভাবিক হবে।
Bonoarilal Chowdhury