*ইলেকট্রিক ইন্টারলকিং কাজের জন্য ট্রেন নিয়ন্ত্রণের বিজ্ঞপ্তি জারি করেছে রেল কর্তৃপক্ষ। হাওড়ার বেলানগর স্টেশনে বিদ্যমান ইলেক্ট্রনিক ইন্টারলকিং-বর্ধমান কর্ড সেকশনে প্রতিস্থাপনের জন্য। প্রায় ২৩ ঘণ্টা (০০:৩০ ঘণ্টা-২৩:৩০ ঘণ্টা পর্যন্ত) ২৬/০৩/২০২৩ (রবিবার) ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে৷ ফলস্বরূপ, ট্রেন চলাচলে নিম্নরূপ ব্যবস্থা করা হয়েছে। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। ফাইল ছবি।
*ডানকুনি–বর্ধমান ইএমইউ স্পেশ্যাল ডানকুনি থেকে ছাড়বে ০৭:২৫ ঘণ্টা, ০৮:৩৫ ঘণ্টা, ০৯:১৫ ঘণ্টা, ১০:২০ ঘণ্টা, ১৭:১০ ঘণ্টা, ১৮:৩৫ ঘণ্টা, ১৯:৩৫ ঘণ্টা এবং ২০:৩০ এ বর্ধমান পৌঁছতে যথাক্রমে ০৯:২৫ ঘণ্টা, ১০:০৫ ঘণ্টা, ১০:৪৫ ঘণ্টা, ১১:৫০ ঘণ্টা, ১৮:৪০ ঘণ্টা, ২০:০৫ ঘণ্টা, ২১:০৫ ঘণ্টা এবং ২২:০০ ঘণ্টা। ফাইল ছবি।