TRENDING:

Howrah News: ড্রেনের জল রাস্তায় মিশে আর দুর্ভোগ নয়! ১০ বছরের সমস্যা ১৫ দিনে মেটাতে বড় পদক্ষেপ প্রশাসনের

Last Updated:

Howrah News: ভাঙা রাস্তায় ড্রেনের জল মিশে আর নয় দুর্ভোগ, প্রায় ১০ বছরের সমস্যা সমাধান হচ্ছে শেষ ১৫ দিনে খুশি। বাঁকড়া রশিকল এলাকার মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: ভাঙা রাস্তায় ড্রেনের জল মিশে আর নয় দুর্ভোগ! বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের রসিকল হাসপাতাল রাস্তা দীর্ঘ অপেক্ষার পর মেরামতি শুরু। প্রায় ১০ বছরের সমস্যা ১৫ দিনেই হচ্ছে সমাধান। রাস্তা বেহাল, পঞ্চায়েত বিডিও বিভিন্ন দফতরে জানিয়েও মেলেনি সুরাহা। আশ্বাস মিলেছে রাস্তা তৈরি হওয়ার, কিন্তু আশ্বাই যেন সার স্থানীয় মানুষের কাছে। রাস্তা তৈরির সুবিধার্থে, স্থানীয় মানুষ পঞ্চায়েতের কাজ এগিয়ে দিতে নিজেরাই চাঁদা তুলে ড্রেনের নিকাশি পরিষ্কার করে। তারপরেও কাজ হয়নি, রাস্তার দুরবস্থা থেকেই গেছে বছরের পর বছর। ক্ষুব্ধ এলাকার মানুষ একাধিকবার বিক্ষোভে সামিল হয়েছে।
advertisement

শেষবার সপ্তাহ দুই আগে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখায় রাস্তায় নেমে। সেখানে পৌঁছয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তিনি রাস্তা তৈরির আশ্বাস দেন। বিধায়ক কল্যাণ ঘোষের সহযোগিতায় বাঁকড়া রসিকল থেকে কবর স্থান পর্যন্ত কয়েকশো মিটার রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। তাতেই খুশি স্থানীয় মানুষ, তবে তারা চাইছেন সম্পূর্ণ রাস্তাটি উপযুক্তভাবে তৈরি হোক।

আরও পড়ুন: পচা গরমে খুদে পড়ুয়াদের ডিহাইড্রেশন নিয়ে চিন্তা দূর! হাওড়ার এই স্কুলের বন্দোবস্ত দেখলে কুর্নিশ জানাবেন আপনিও

advertisement

হাওড়ার বাঁকড়া ৩ নং পঞ্চায়েতের অন্তর্গত বাঁকড়া রসিকল সরদারপাড়া এলাকায়। এই বর্ষায় ভাঙা রাস্তায় জল জমে বিপজ্জনক রূপ নেয়। ব্যস্ততম রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য সাইকেল, বাইক সহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে। এই রাস্তা হসপিটাল রোডও বলেও পরিচিত। স্থানীয় চিকিৎসা কেন্দ্রে যাতায়াতের প্রধান রাস্তা এটি। স্থানীয়দের কথায় জানা যায় ২০১১ সালের পর একবার এই রাস্তা নতুন করে হয়েছিল, তা প্রায় ১০ -১২ বছর আগে। তারপর দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়ে গেছে এই ব্যস্ততম রাস্তা। অবশেষে মানুষের দাবি পূরণ হতে চলেছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

স্থানীয়দের কথায় গত এক দশকেরও বেশি সময় রাস্তার বেহাল দশা। নতুন রাস্তা তো দূর, ঠিকমত মেরামত হয়নি এতদিন। প্রতিদিন এই রাস্তার ওপর দিয়ে স্কুল ও কলেজের বহু ছাত্র-ছাত্রী ও অ্যাম্বুলেন্স যাতায়াত করে। দীর্ঘ আবেদন নিবেদনের পর রাস্তা নির্মাণ হচ্ছে, ফলে সকলের ভাল লাগছে।

advertisement

ডোমজুড় পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ দ্রুত সমস্যা শেখ নুরাজ মোল্লা জানান, মানুষের দাবি মত এই ব্যস্ততম রাস্তার যে সমস্ত স্থান বেশি ক্ষত সৃষ্টি হয়েছে, সেইসব স্থানে বর্ষার আগেই দ্রুত মেরামতি করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ রাস্তা নতুন রূপে নির্মাণ করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ড্রেনের জল রাস্তায় মিশে আর দুর্ভোগ নয়! ১০ বছরের সমস্যা ১৫ দিনে মেটাতে বড় পদক্ষেপ প্রশাসনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল