শেষবার সপ্তাহ দুই আগে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখায় রাস্তায় নেমে। সেখানে পৌঁছয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তিনি রাস্তা তৈরির আশ্বাস দেন। বিধায়ক কল্যাণ ঘোষের সহযোগিতায় বাঁকড়া রসিকল থেকে কবর স্থান পর্যন্ত কয়েকশো মিটার রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। তাতেই খুশি স্থানীয় মানুষ, তবে তারা চাইছেন সম্পূর্ণ রাস্তাটি উপযুক্তভাবে তৈরি হোক।
advertisement
হাওড়ার বাঁকড়া ৩ নং পঞ্চায়েতের অন্তর্গত বাঁকড়া রসিকল সরদারপাড়া এলাকায়। এই বর্ষায় ভাঙা রাস্তায় জল জমে বিপজ্জনক রূপ নেয়। ব্যস্ততম রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য সাইকেল, বাইক সহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে। এই রাস্তা হসপিটাল রোডও বলেও পরিচিত। স্থানীয় চিকিৎসা কেন্দ্রে যাতায়াতের প্রধান রাস্তা এটি। স্থানীয়দের কথায় জানা যায় ২০১১ সালের পর একবার এই রাস্তা নতুন করে হয়েছিল, তা প্রায় ১০ -১২ বছর আগে। তারপর দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়ে গেছে এই ব্যস্ততম রাস্তা। অবশেষে মানুষের দাবি পূরণ হতে চলেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের কথায় গত এক দশকেরও বেশি সময় রাস্তার বেহাল দশা। নতুন রাস্তা তো দূর, ঠিকমত মেরামত হয়নি এতদিন। প্রতিদিন এই রাস্তার ওপর দিয়ে স্কুল ও কলেজের বহু ছাত্র-ছাত্রী ও অ্যাম্বুলেন্স যাতায়াত করে। দীর্ঘ আবেদন নিবেদনের পর রাস্তা নির্মাণ হচ্ছে, ফলে সকলের ভাল লাগছে।
ডোমজুড় পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ দ্রুত সমস্যা শেখ নুরাজ মোল্লা জানান, মানুষের দাবি মত এই ব্যস্ততম রাস্তার যে সমস্ত স্থান বেশি ক্ষত সৃষ্টি হয়েছে, সেইসব স্থানে বর্ষার আগেই দ্রুত মেরামতি করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ রাস্তা নতুন রূপে নির্মাণ করা হবে।
রাকেশ মাইতি





