হাওড়া বালিটিকুরি সজীব সংঘের ৭৫ তম বর্ষপূর্তি এবং তাদের পুজো এবার ৭১ তম বর্ষে পদার্পণ করল। এই বছর তাঁদের মণ্ডপ সজ্জা রাজস্থানের অক্ষরধাম মন্দির আদলে ফুটে উঠেছে। হাওড়া শহরের পুজো মণ্ডপগুলির থেকে সজীব সংঘের পরিবেশ দর্শনার্থীদের ভীষণভাবে আকৃষ্ট করে। বিশাল ফাঁকা মাঠের এক একপ্রান্তে মণ্ডপ। এবার প্রায় ২০ লক্ষ টাকা ব্যয় করে তৈরী হয়েছে এই পুজো প্যান্ডেল। চতুর্থীতে মণ্ডপ উদ্বোধন, তার আগে থেকেই দর্শনার্থী মণ্ডপমুখী।
advertisement
প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায় হাওড়ার এখানে, এবার সেই সংখ্যা আরও ছাড়িয়ে যাবে আশাবাদী উদ্যোক্তারা। এবছর এই ক্লাবের মণ্ডপ সৃজনে রয়েছেন তপন জানা এবং প্রতিমা নির্মাণে কুমোরটুলির শিল্পী বাবলু পাল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাবেকিয়ানায় নিজেদের প্রতিমা সাজিয়েছেন এই ক্লাব। অসাধারণ সাবেকি সাজে সেজে উঠেছে হাওড়ার বালিটিকুরি সবুজ সংঘের পুজোর প্রতিমা। তাদের এ বছরের প্যান্ডেলে ঠিক কতটা দর্শকদের ঢল নামবে তা দেখার জন্য আর মাত্র কিছুদিনের অপেক্ষা। নিম্নচাপের বৃষ্টির ভ্রুকুটি থাকলেও এই মণ্ডপে ভিড় উপচে পড়বে এমনটাই আশা করা হচ্ছে।