TRENDING:

Durga Puja 2025: টেক্কা দিতে প্রস্তুত বড় বড় পুজোকে! ২০ লক্ষ টাকায় সেজে উঠেছে হাওড়ার 'এই' দুর্গাপুজো মণ্ডপ, চতুর্থীতেই আশাবাদী জনজোয়ারের

Last Updated:

ঠিক কতটা দর্শকদের ঢল নামবে তা দেখার জন্য আর মাত্র কিছুদিনের অপেক্ষা। নিম্নচাপের বৃষ্টির ভ্রুকুটি থাকলেও এই মণ্ডপে ভিড় উপচে পড়বে এমনটাই আশা করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: এবার দুর্গাপুজোয় হাওড়া শহরবাসীর আকর্ষণ রাজস্থানের অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপ! নীল আকাশ আর কাশ ফুল জানান দিচ্ছে মা দুর্গার আগমন বার্তা। মা আসার আনন্দে মেতে উঠেছে আপামোর বাঙালি। কলকাতার পুজোর পাশাপাশি গত বেশ কিছু বছর ধরেই নজর কাড়ছে হাওড়ার বেশ কিছু পুজো মণ্ডপ। তার মধ্যে অন্যতম হাওড়ার বালিটিকুরি সবুজ সংঘের পুজো। শহরের পুজোর সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে সেরার লড়াইয়ে নামার জন্য প্রস্তুত তারা।
advertisement

হাওড়া বালিটিকুরি সজীব সংঘের ৭৫ তম বর্ষপূর্তি এবং তাদের পুজো এবার ৭১ তম বর্ষে পদার্পণ করল। এই বছর তাঁদের মণ্ডপ সজ্জা রাজস্থানের অক্ষরধাম মন্দির আদলে ফুটে উঠেছে। হাওড়া শহরের পুজো মণ্ডপগুলির থেকে সজীব সংঘের পরিবেশ দর্শনার্থীদের ভীষণভাবে আকৃষ্ট করে। বিশাল ফাঁকা মাঠের এক একপ্রান্তে মণ্ডপ। এবার প্রায় ২০ লক্ষ টাকা ব্যয় করে তৈরী হয়েছে এই পুজো প্যান্ডেল। চতুর্থীতে মণ্ডপ উদ্বোধন, তার আগে থেকেই দর্শনার্থী মণ্ডপমুখী।

advertisement

আরও পড়ুন: কাজে লেগে গেল চাষের নতুন টিপস! এবার জলাশয়ের ফুল ফুটছে জমিতে! আয়ের নতুন দিগন্ত খুলে তাক লাগালেন দক্ষিণ ২৪ পরগনার চাষিরা

প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায় হাওড়ার এখানে, এবার সেই সংখ্যা আরও ছাড়িয়ে যাবে আশাবাদী উদ্যোক্তারা। এবছর এই ক্লাবের মণ্ডপ সৃজনে রয়েছেন তপন জানা এবং প্রতিমা নির্মাণে কুমোরটুলির শিল্পী বাবলু পাল।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সাবেকিয়ানায় নিজেদের প্রতিমা সাজিয়েছেন এই ক্লাব। অসাধারণ সাবেকি সাজে সেজে উঠেছে হাওড়ার বালিটিকুরি সবুজ সংঘের পুজোর প্রতিমা। তাদের এ বছরের প্যান্ডেলে ঠিক কতটা দর্শকদের ঢল নামবে তা দেখার জন্য আর মাত্র কিছুদিনের অপেক্ষা। নিম্নচাপের বৃষ্টির ভ্রুকুটি থাকলেও এই মণ্ডপে ভিড় উপচে পড়বে এমনটাই আশা করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: টেক্কা দিতে প্রস্তুত বড় বড় পুজোকে! ২০ লক্ষ টাকায় সেজে উঠেছে হাওড়ার 'এই' দুর্গাপুজো মণ্ডপ, চতুর্থীতেই আশাবাদী জনজোয়ারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল