Agriculture Tips: কাজে লেগে গেল চাষের নতুন টিপস! এবার জলাশয়ের ফুল ফুটছে জমিতে! আয়ের নতুন দিগন্ত খুলে তাক লাগালেন দক্ষিণ ২৪ পরগনার চাষিরা

Last Updated:

জলাশয়ে নয়, নিজেদের জমিতে চিরাচরিত চাষের পরিবর্তে এই ফুল চাষ করে এখন লাভের মুখ দেখছেন এইসব কৃষকরা।

+
চাষের

চাষের নতুন আইডিয়া

কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: জলাশয়ে নয়, নিজেদের জমিতে চিরাচরিত চাষের পরিবর্তে পদ্মফুল চাষ করে এখন লাভের মুখ দেখছেন এইসব কৃষকরা। বছরের অন্য সময় পদ্মফুলের সেভাবে চাহিদা না থাকলেও দুর্গাপুজোর সময় এই ফুলের চাহিদা অনেকটাই বেড়ে যায়। সে কথা ভেবেই বর্তমানে অনেকেই নিজেদের জমিতে পদ্মফুল চাষ করছেন।
এবছর পদ্মচাষে স্বনির্ভর হল দক্ষিণ ২৪ পরগনা জেলা। বাইরে থেকে এবছর আনতে হচ্ছে না ফুল। জেলায় উৎপাদিত ফুল বাজারে আসায় দাম অনেকটা কমেছে। অষ্টমী ও নবমী তিথির বিশেষ সন্ধিক্ষণে হয় দেবীর সন্ধিপুজো। এই পুজোর অন্যতম অঙ্গ ১০৮টি পদ্ম। এই সন্ধিপুজোর পদ্মফুলই এখন নতুন করে বাঁচার রসদ জুগিয়েছে দক্ষিণ ২৪ পরগনার একাধিক কৃষক পরিবারকে। তাদের এই আইডিয়া খুলে দিল আয়ের নতুন দিগন্ত।
advertisement
advertisement
এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার এক পদ্মচাষি সজল মুখার্জি জানিয়েছেন, এই পদ্মচাষের ফলে লাভের মুখ দেখছেন কৃষকরা। এই বছর পদ্মফুলের উৎপাদন ভালই হয়েছে। তাই ফুলের ঘাটতি নেই। পদ্মের দাম থাকছে সাধ্যের মধ্যেই। জেলার পদ্মফুলের চাহিদা এবছর পূর্ণ হওয়ায় খুশি সকলেই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে কার্তিক মাইতি জানিয়েছেন, এখন জলাশয়ের পদ্মের অভাব অনেকটাই মেটাচ্ছে জমির পদ্ম। বর্ষা ভাল হওয়ায় ফুলের ভাল ফলন হয়েছে। জেলার পদ্মের চাহিদা মিটেছে। আগামী বছরগুলিতে পদ্ম বাইরে পাঠানো হবে। এবছর জেলার উপকূলীয় এলাকায় প্রায় সবকটি ব্লকের কোথাও না কোথাও এই পদ্ম চাষ‌ হয়েছে। ফলে জেলা এবছর পদ্ম উৎপাদনে স্বনির্ভর হয়েছে‌। পদ্ম উৎপাদনে এভাবে যে এগিয়ে আসা যায় তা দেখার এই জেলা।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture Tips: কাজে লেগে গেল চাষের নতুন টিপস! এবার জলাশয়ের ফুল ফুটছে জমিতে! আয়ের নতুন দিগন্ত খুলে তাক লাগালেন দক্ষিণ ২৪ পরগনার চাষিরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement