একজন মানুষের কর্তব্য ও দায়িত্ব প্রকৃতিকে রক্ষা করা। সেই দিককে গুরুত্ব দিয়ে, অর্থ উপার্জনের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ রক্ষার দায়িত্ব থেকেই বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেন বহু মানুষ। যদিও সেই সংখ্যাটা প্রয়োজনের তুলনায় অনেকটা কম। সরকারি ও বেসরকারিভাবে স্বেচ্ছাসেবী সংগঠন দ্বারা প্রচার অভিযান সর্তকতা সচেতনতা চলছে। যাতে আরও বেশি করে গাছ লাগানোর প্রবণতা মানুষের মধ্যে বৃদ্ধি পায়। সেইদিককে গুরুত্ব দিয়ে হাওড়া বাগনান ব্লকের আর ডি নার্সারীর বিষয় উদ্যোগ।
advertisement
যে কোনও স্বেচ্ছাসেবী সংগঠন প্রকৃতি রক্ষায় ব্রতী হয়ে বৃক্ষরোপণে অঙ্গীকারবদ্ধ হলেই মিলবে বিনামূল্যে চারাগাছ। প্রকৃতিকে ভালবেসে চারা গাছ লাগানোর উদ্যোগীদের হাতে চারা গাছ তুলে দেওয়ার পরিকল্পনা করেন নার্সারি মালিক দিবস খাঁড়া।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাধারণ মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ পাঠাতে কিছুদিন আগে এই নার্সারি থেকে বিনামূল্যে প্রায় ২ হাজার নারকেল গাছের চারা প্রদান করা হয়। এ প্রসঙ্গে নার্সারি মালিক দিবস খাঁড়া জানান, শুধু গাছ লাগানো নয়, গাছ লাগিয়ে প্রকৃত যত্ন নিয়ে বড় করার উদ্যোগ নিতে হবে। মূল লক্ষ্য হল মানুষকে গাছের প্রতি যত্ন ও দায়িত্ববান গড়ে তোলা।
রাকেশ মাইতি