এ নিয়ে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক তথা বিশিষ্ট শিক্ষাবিদ চন্দন কুমার মাইতি জানান, অনেক সময় লক্ষ্য করা গিয়েছে সুন্দরবনের ছাত্র-ছাত্রীরা সুন্দরবনে থেকে বড় হয়ে বাইরে চলে যায় চাকরি নিয়ে। সুন্দরবনের সমস্যা থেকেই যায়। তারা যাতে ছোট থেকেই সুন্দরবনের সমস্যাগুলি নিয়ে অবহিত হয় এবং বড় হয়ে তাদের চিন্তাভাবনার ফসল ফলে সেই জন্যই এই চিন্তা ছাত্র-ছাত্রীদের মাথায় দেওয়ার কাজ করে যাচ্ছেন তিনি।
advertisement
আরও পড়ুন: গরম গরম আলুর চপ তো অনেক খেয়েছেন, এবার খান মুচমুচে কুড়মুড়ে এই আলুর বল
তার ফলে ছাত্র-ছাত্রীদের মাথায় এই বিজ্ঞান মডেলগুলি আসে। প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর বিজ্ঞান মডেলগুলিতে দেখা গিয়েছে সুন্দরবনকে বাঁচানোর বিভিন্ন উপায়। যা ভাল সাড়া ফেলেছে এলাকায়। ভবিষ্যতে এই ছাত্র-ছাত্রীরা বড় হলে এই মডেলগুলির উপর কাজ করবে বলে আশাবাদী কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক।
নবাব মল্লিক