এদিন উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বাগদায় আয়োজিত হয় পাট নিয়ে বিশেষ কৃষি-কর্মশালা। কর্মশালার মূল লক্ষ্য ছিল, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাট চাষে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং ফসল উৎপাদনে মুনাফা বাড়ানো। কর্মশালায় অংশগ্রহণ করেন বাগদার উৎসাহী কৃষকরা।
আরও পড়ুনঃ কোন বিষয়ে পড়লে কোন চাকরি! টাকিতে কেরিয়ার কাউন্সেলিং কর্মশালায় ভবিষ্যৎ গড়ার দিশা
advertisement
পাট চাষে আধুনিক কৌশল, বীজের গুণমান বাছাই, জমি প্রস্তুতি, সার ব্যবস্থাপনা থেকে শুরু করে কম জল ব্যবহার করে পাট পচানোর বিশেষ কৌশল নিয়েও বিশদে আলোচনা করেন কৃষি বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা জানান, বছরের বেশিরভাগ সময়ই পাট পচানোর জন্য প্রয়োজনীয় জল পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে কীভাবে স্বল্প জলে ও বিশেষ কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে উচ্চমানের পাট তৈরি করা সম্ভব। সেই বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হয় কৃষকদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কর্মশালায় কৃষকরাও তাঁদের নানা প্রশ্ন রাখেন। যার উত্তর দেন বিশেষজ্ঞরা। বহু কৃষক জানান, এই নতুন পদ্ধতি অনুযায়ী চাষ করলে জলকষ্টের সময়েও উৎপাদনে ঘাটতি হবে না। বরং কম খরচে বেশি লাভের সম্ভাবনা তৈরি হবে। এদিনের কর্মশালাকে ঘিরে কৃষকদের মধ্যে যথেষ্ট উৎসাহ চোখে পড়েছে। উপস্থিত আধিকারিকেরা আশা করছেন, এই ধরনের কৃষিশিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে আগামী দিনে সীমান্ত এলাকায় পাট চাষে নতুন গতি আসবে।