কোন বিষয়ে পড়লে কোন চাকরি! টাকিতে কেরিয়ার কাউন্সেলিং কর্মশালায় ভবিষ্যৎ গড়ার দিশা

Last Updated:

সেমিনারে বিস্তারিত আলোচনা হয় জেনারেল স্টাডিজ, বিষয়ভিত্তিক প্রস্তুতির কৌশল, টাইম ম্যানেজমেন্ট এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কার্যকরী স্টাডি-প্ল্যান নিয়ে। কোন বিষয়ের সঙ্গে কোন পেশার কী ধরনের সম্পর্ক রয়েছে—তা সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়। 

+
টাকিতে

টাকিতে কেরিয়ার কাউন্সিল কর্মশালা 

জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগণা: কোন বিষয়ে পড়লে কোন চাকরি? টাকিতে কেরিয়ার কাউন্সেলিং সেমিনারে ভবিষ্যৎ গড়ার দিশা। অনেক সময়ই পড়ুয়া ছেলে-মেয়েরা ঠিক বুঝে উঠতে পারেন না কোন বিষয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে কোন কোন ধরনের চাকরির সুযোগ মিলতে পারে। এই ধোঁয়াশা কাটাতেই টাকি পুর সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হল একটি কেরিয়ার কাউন্সেলিং বিষয়ক সেমিনার। টাকি পুরসভার সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ ছিল সরকারি চাকরির প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের মধ্যে একটি স্পষ্ট রূপরেখা তৈরি করা।
সেমিনারে বিস্তারিত আলোচনা হয় জেনারেল স্টাডিজ, বিষয়ভিত্তিক প্রস্তুতির কৌশল, টাইম ম্যানেজমেন্ট এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কার্যকরী স্টাডি-প্ল্যান নিয়ে। কোন বিষয়ের সঙ্গে কোন পেশার কী ধরনের সম্পর্ক রয়েছে, তা সহজ ভাষায় ব্যাখ্যা করা হয় বক্তাদের তরফে।
advertisement
advertisement
ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়াতে আয়োজকদের পক্ষ থেকে একটি ডেমো ক্লাসেরও আয়োজন করা হয়, যেখানে প্রাথমিক স্তরের পাঠ ও প্রস্তুতির নমুনা তুলে ধরা হয়। এই কর্মশালায় টাকি, হাসনাবাদ, সুন্দরবনের বিভিন্ন অঞ্চল সহ আশেপাশের এলাকার বহু উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী ও টাকি সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এই ধরনের উদ্যোগ শুধু চাকরির প্রস্তুতিতে নয়, ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করছেন অভিভাবক ও বিশিষ্টজনেরা।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
কোন বিষয়ে পড়লে কোন চাকরি! টাকিতে কেরিয়ার কাউন্সেলিং কর্মশালায় ভবিষ্যৎ গড়ার দিশা
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement