কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, ছোট কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে ৫০% বা সর্বাধিক ১০ হাজার টাকা। শক্তিচালিত যন্ত্রপাতি ভর্তুকিতে ৫০-৬০ % বা সর্বাধিক তিন লক্ষ টাকা ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র ভর্তুকিতে ৪০% বা ন্যুনতম ৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। রোটার ৬টি,মিসিটি ১টি,পাওয়ার উইডার ৬টি ও স্পেয়ার ২টি ও চাপ কাটার ১টি ও ৩৪টি পাওয়ার টিলার তুলে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন:চলতি সপ্তাহে প্রচুর ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়! দেখুন তালিকা, না জানলে বিপদে পড়বেন
কৃষি অধিকারিক পরেশ নাথ বল বলেন, এই পাওয়ার টিলার আজকে ৫০জনকে দেওয়া হয়েছে। এই পাওয়ার টিলার পেতে গেলে ‘মাটির কথা’ বলে সরকারি একটি পোর্টাল রয়েছে। অক্টোবর-নভেম্বর মাসে সেখানে অনলাইনে আবেদন করতে হবে। এবং পাওয়ার টিলার পাওয়ার ক্ষেত্রে যেটি বিশেষ উল্লেখ্য, ১ একর জমির মালিকানা তার থাকতে হবে। সেইসব মালিকরা ভোটের কার্ড জমির কাগজ অনলাইনে আবেদন দেওয়ার কাগজ সমস্ত কিছু এই অফিসে তিন কপি জমা করতে হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কৌশিক অধিকারী