টব কিংবা গামলায় পদ্মের প্রচুর জলের প্রয়োজন নেই। বাড়িতে মাঝারি থেকে বড় আকারের গামলাতেই পদ্ম গাছ করা সম্ভব। সেই পদ্ম গাছের পাতা যেমন আকর্ষণীয় আর সেই সঙ্গে ফুল ফুটলে তো কথায় নেই। আপনার বাগানে সবার নজর কাড়বে এই গাছ। বাড়িতে ছাদ বাগানে কিংবা বাড়ির ছোট আঙিনায় পদ্ম ফুটিয়ে তুলতে প্রথমে একটি মাঝারি থেকে বড় গামলা নিন। গামলা আকৃতির বড় মাটির টবও নিতে পারেন। সেক্ষেত্রে সিমেন্ট দিয়ে টবের গর্ত বুজিয়ে নিতে হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর পুকুর বা আশেপাশের ডোবা থেকে পাক কাদা মাটি নিয়ে গামলার নিচে বেশ কিছুটা পূর্ণ করে নিতে হবে। এবার পদ্মের টিউবার বসানোর আসল কাজ। মাটির ওপরে টিউবার পুঁতে দিতে হবে এবং পাশ থেকে মাটি দিয়ে চেপে দিতে হবে। এবার ধীরে ধীরে জল ভরতে হবে। টিউবার বাসনার প্রথম ২-৩ দিন আংশিক রোদে রাখতে হবে। তবে তারপর থেকে রোজ অন্তত ৬-৭ ঘণ্টা সরাসরি কড়া রোদ লাগে, এমন জায়গায় গামলাটি রাখলে ভাল ফুল পাওয়া যাবে। এরপর ধৈর্য্যের পালা, গাছ বড় হয়ে ফুল আসতে ২-৩ মাস পর্যন্ত সময় লাগতে পারে।
জুলফিকার মোল্যা