মেমারির দিঘির পাড়ের মতো শান্তিপূর্ণ জায়গায় ডেরা বেঁধেছিল পাক গুপ্তচররা এ কথা ভাবতেই পারছেন না এলাকার বাসিন্দারা। এই ঘটনায় তাজ্জব সকলেই।
বাসিন্দারা বলছেন, এলাকার বাসিন্দাদের সঙ্গে তারা মিশত না কোনও দিনই। যে অ্যাপার্টমেন্ট থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে সেই পাশের ঘরের লোকদের সঙ্গেও কথা বলত না তাঁরা। এই ঘটনায় গোয়েন্দা বিভাগের আরও সতর্ক থাকা উচিত বলে মনে করছেন উদ্বিগ্ন বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: হুহু করে জল ছাড়ছে ডিভিসি! ভাসছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে একাধিক এলাকা, তুমুল দুর্যোগ
প্রসঙ্গত, পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই দেশজুড়ে বিভিন্ন জায়গা থেকেই পাকড়াও হয়েছে পাক গুপ্তচর। পাকিস্তানের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে পূর্ব বর্ধমান থেকে মঙ্গলবার গ্রেফতার হয়েছে দুই সন্দেহভাজন। পূর্ব বর্ধমানের মেমারিতে অ্যাক্টিভেটেড সিম নম্বর পাকিস্তানে ব্যবহার করা হয়েছে বলেই অভিযোগ।
আরও পড়ুন: শ্রাবণী মেলায় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে একাধিক স্পেশ্যাল ট্রেন দিল রেল
সূত্রের খবর, এই ঘটনায় দুই সন্দেহভাজন মুকেশ রজক ও রাকেশ কুমারকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ(বাংলার স্পেশ্যাল টাস্ক ফোর্স)। সূত্রের দাবি, মেমারি থেকে অ্যাক্টিভেটেড সিম নম্বর ওই হোয়াটস অ্যাপ ওটিপি পাকিস্তানের এক এনজিও র সঙ্গে শেয়ার করেছিলেন ধৃত দুই ব্যক্তি।