স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এলাকার একাধিক বাড়ি থেকেই চুরি গিয়েছে অম্রুত প্রকল্পের কল ও মিটার। প্রথমে বৃহস্পতিবার রাতে এলাকায় বেশ কয়েকটি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরের দিন সকালে উঠে এলাকাবাসী দেখেন, কল ও মিটার চুরি হয়ে গিয়েছে। শুধু মিটারের বাক্সটি পড়ে রয়েছে। এরপর গত রাতে আবারও পরপর বেশ কয়েকটি বাড়িতে একই ঘটনা ঘটে।
advertisement
আরও পড়ুনঃ দ্রুত গতির ডাম্পার পিষে দিল স্কুটি চালককে! র*ক্তে ভাসছে সড়ক, দুর্গাপুরে পথ অবরোধ ক্ষুব্ধ স্থানীয়দের
এভাবে একের পর এক বাড়ি থেকে পানীয় জলের কল ও মিটার চুরির যাওয়ার ঘটনায় স্বভাবতই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, যে কলগুলি রাস্তার দিকে আছে সেগুলি চুরি হচ্ছে না কিন্ত যেগুলি বাড়ির পাঁচিলের ভিতরে রয়েছে সেগুলি চুরি যাচ্ছে। গেটের তালা বন্ধ থাকলেও সম্ভবত রাতের অন্ধকারে পাঁচিল টপকে ঢুকছে চোরেরা। পরপর এরকম ঘটনা ঘটায় দুশ্চিন্তায় রয়েছেন এলাকাবাসী।
অম্রুত প্রকল্পের কল ও মিটার চুরি
স্থানীয় এক বাসিন্দা চিন্ময়ী রায় বলেন, রাতে কিছুই বুঝতে পারিনি সকালবেলায় উঠে দেখি কলটা নেই। বাক্সটা পড়ে আছে কল ও যন্ত্রাংশ নেই। তারপর একে একে শুনছি আশেপাশের বেশকয়েকটি বাড়িতে কল নেই। আজ একবার শুনছি আরও কয়েকটি বাড়িতে একই ঘটনা ঘটেছে। পরপর দু-তিন দিন ধরে এরকম ঘটনা ঘটছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আর এক বাসিন্দা টুম্পা পরামানিক বলেন, অম্রুত প্রকল্পের যে কল ও মিটারটি ছিল দুটোই চুরি হয়ে গিয়েছে। পর পর একটি বাড়িতে একই ভাবে চুরি হয়েছে। গেটের তালা বন্ধ ছিল সম্ভবত পাঁচিল টপকে ভিতরে ঢুকেছে চোরেরা। বাড়ির বাইরে বেশ কিছু জিনিস ছিল সেগুলো কিছু নেয়নি কিন্তু কল আর মিটারটি খুলে নিয়ে গিয়েছে চোরেরা। এলাকায় আগে এরকম চুরি হত না এই ক’দিন ধরে হচ্ছে আর শুধু কলই চুরি হচ্ছে। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।






