TRENDING:

East Bardhaman: তালা বন্ধ গেট, তবুও নিস্তার নেই! বর্ধমানে একাধিক বাড়ি থেকে অম্রুত প্রকল্পের কল ও মিটার চুরি, রাতারাতি শোরগোল

Last Updated:

East Burdwan News: বর্ধমান শহরের ২৬ নং ওয়ার্ডের লাকুর্ডি খ্রিস্টান পাড়া এলাকায় চোরের উপদ্রপ। রাতের অন্ধকারে চুরি যাচ্ছে অম্রুত প্রকল্পের কল ও মিটার। এলাকার একাধিক বাড়িতে কল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: একাধিক বাড়ি থেকে চুরি পানীয় জলের কল ও কলের যন্ত্রাংশ। চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহরের ২৬ নং ওয়ার্ডের লাকুর্ডি খ্রিস্টান পাড়া এলাকায়।
বর্ধমানে অম্রুত প্রকল্পের কল ও মিটার চুরি
বর্ধমানে অম্রুত প্রকল্পের কল ও মিটার চুরি
advertisement

স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এলাকার একাধিক বাড়ি থেকেই চুরি গিয়েছে অম্রুত প্রকল্পের কল ও মিটার। প্রথমে বৃহস্পতিবার রাতে এলাকায় বেশ কয়েকটি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরের দিন সকালে উঠে এলাকাবাসী দেখেন, কল ও মিটার চুরি হয়ে গিয়েছে। শুধু মিটারের বাক্সটি পড়ে রয়েছে। এরপর গত রাতে আবারও পরপর বেশ কয়েকটি বাড়িতে একই ঘটনা ঘটে।

advertisement

আরও পড়ুনঃ দ্রুত গতির ডাম্পার পিষে দিল স্কুটি চালককে! র*ক্তে ভাসছে সড়ক, দুর্গাপুরে পথ অবরোধ ক্ষুব্ধ স্থানীয়দের

এভাবে একের পর এক বাড়ি থেকে পানীয় জলের কল ও মিটার চুরির যাওয়ার ঘটনায় স্বভাবতই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, যে কলগুলি রাস্তার দিকে আছে সেগুলি চুরি হচ্ছে না কিন্ত যেগুলি বাড়ির পাঁচিলের ভিতরে রয়েছে সেগুলি চুরি যাচ্ছে। গেটের তালা বন্ধ থাকলেও সম্ভবত রাতের অন্ধকারে পাঁচিল টপকে ঢুকছে চোরেরা। পরপর এরকম ঘটনা ঘটায় দুশ্চিন্তায় রয়েছেন এলাকাবাসী।

advertisement

আরও পড়ুনঃ শুরু হয়েছে বারুইপুর মিলন মেলা! এবারের বিশেষ আকর্ষণ ইন্দোনেশিয়ার জলপরীরা, শো মিস করবেন না, মেলা চলবে ১ মাস

অম্রুত প্রকল্পের কল ও মিটার চুরি

advertisement

স্থানীয় এক বাসিন্দা চিন্ময়ী রায় বলেন, রাতে কিছুই বুঝতে পারিনি সকালবেলায় উঠে দেখি কলটা নেই। বাক্সটা পড়ে আছে কল ও যন্ত্রাংশ নেই। তারপর একে একে শুনছি আশেপাশের বেশকয়েকটি বাড়িতে কল নেই। আজ একবার শুনছি আরও কয়েকটি বাড়িতে একই ঘটনা ঘটেছে। পরপর দু-তিন দিন ধরে এরকম ঘটনা ঘটছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চিকেন ফুচকা বেচে ১৪০ টাকা লাভ! বাঁকুড়ার স্কুলে খেলার ছলে ব্যবসা শিখছে খুদেরা
আরও দেখুন

আর এক বাসিন্দা টুম্পা পরামানিক বলেন, অম্রুত প্রকল্পের যে কল ও মিটারটি ছিল দুটোই চুরি হয়ে গিয়েছে। পর পর একটি বাড়িতে একই ভাবে চুরি হয়েছে। গেটের তালা বন্ধ ছিল সম্ভবত পাঁচিল টপকে ভিতরে ঢুকেছে চোরেরা। বাড়ির বাইরে বেশ কিছু জিনিস ছিল সেগুলো কিছু নেয়নি কিন্তু কল আর মিটারটি খুলে নিয়ে গিয়েছে চোরেরা। এলাকায় আগে এরকম চুরি হত না এই ক’দিন ধরে হচ্ছে আর শুধু কলই চুরি হচ্ছে। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman: তালা বন্ধ গেট, তবুও নিস্তার নেই! বর্ধমানে একাধিক বাড়ি থেকে অম্রুত প্রকল্পের কল ও মিটার চুরি, রাতারাতি শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল