রাত্রি আড়াইটার পর যে যার মতই বাড়ি ফিরে আসছিল তখনই ওই ক্লাবের সদস্যরা দেখতে পায় এক গৃহবধূ তার বাড়ির কিছুটা দূরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা মহেশতলা থানায় ফোন করলে ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে বজবজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
মৃতার স্বামীর অভিযোগ ঘটনাটি ঘটার খানিক আগেই তার স্ত্রী তাকে ফোন করে বলেছিল তুমি কার সঙ্গে মারপিট করছো? তাতে শামীম জবাব দেয়, আমি তো আমার মেয়েকে নিয়েই আছি কই কোনও ঝামেলা তো হয়নি। তার সন্দেহ তার স্ত্রীর পরিচিত কেউ তাকে ফোন করে বাইরে ডেকেছিল। স্বামীর আরও দাবি মৃতার গায়ে থাকা সোনার গহনা গুলিও ঠিকঠাকই ছিল শুধুমাত্র গলার চেন বাদে৷ তাহলে কি উদ্দেশ্যে কেউ বা কারা তাকে ডেকেছিল এবং প্রাণে মেরে দিল তার সঠিক তথ্য কেউই কিছু বলতে পারছে না। পরিবারের পক্ষ থেকে সু বিচারের আশায় প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে।
সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে মহেশতলা থানার পুলিশ যে বাড়ির সামনে মৃতদেহটি পাওয়া গিয়েছিল আপাতত সেই বাড়ির এক যুবককে আটক করেছে। মেয়েটার স্বামীর বয়ান অনুযায়ী তার স্ত্রী দীর্ঘ বহু বছর ধরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত কাজের সূত্রেই তাকে বাইরে বাইরে যেতে হয়। সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ স্থানীয় বাসিন্দারা বলছেন কারোর সঙ্গেই এই পরিবারের কোনও বিবাদ ছিল না তাহলে ঠিক কী কারণে মরতে হল শিল্পী বিবিকে, তা নিয়েই ধোঁয়াশা বাড়ছে৷
সমীর মণ্ডল