গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রথমা বিশ্বাসের বাপের বাড়ির আত্মীয় এবং প্রতিবেশীরা অভিযোগ তোলেন, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে খুন করেছে। গৃহবধুর ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার চলছিল বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, কন্যা সন্তান জন্ম দেওয়া থেকেই অত্যাচারের শুরু। ঘটনায় অভিযুক্ত শ্বশুরবাড়ির তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে পুলিশ আসার আগে প্রতিবেশীদের ব্যাপক রোষের মুখে পড়েন মৃত গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন।
advertisement
আরও পড়ুন: শাশুড়ি নির্যাতন! জুতো পেটা করে, হাত কামড়ে দিল বৌমা! কারণ অবাক করবে
স্থানীয় এবং প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে বছর কুড়ির প্রথমা বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় বিশ্বজিৎ নায়েকের। তবে বিশ্বজিতের পরিবার প্রতিবেশীদের সঙ্গে বিশেষ সুসম্পর্ক রাখতেন না ।বছর দেড়েক আগে একটি কন্যা সন্তান জন্ম দেন প্রথমা। তারপর থেকেই শুরু হয় অশান্তি। প্রথমা বিশ্বাসের ওপর তখন থেকেই রীতিমতো অত্যাচার চালানো হত বলে অভিযোগ। অন্যদিকে মৃত গৃহবধূ চাপা স্বভাবের ছিলেন বলে জানিয়েছেন তাঁর বাপের বাড়ির আত্মীয়রা। ফলে শ্বশুরবাড়ির অত্যাচারের বিষয়টি বিশেষভাবে জানাতেন না তাঁরা। কিন্তু প্রতিবেশীরা এই বিষয়টি জানতে পারতেন।
আরও পড়ুন: বহরমপুরে এবার মিশরের মন্দির, চমকের থিম পুজোর অপেক্ষায় বাবুলবোনা
মৃতার স্বামী-সহ শ্বশুর-শাশুড়িকে আটক করা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন প্রথমার আত্মীয়রা। একই দাবি তুলেছেন প্রতিবেশীরাও।
Nayan Ghosh





