TRENDING:

North 24 Parganas News: শীতের হাত থেকে বাঁচতে পথ কুকুররা পেল ঘর, অভিনব উদ্যোগ বারাসতে

Last Updated:

শীতের হাত থেকে বাঁচতে পথ কুকুররা পেল ঘর, জেলা সদর শহর বারাসাতে এমনই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল একদল পশুপ্রেমিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: শীতের মরশুমে পথ কুকুরদের ঠান্ডা থেকে রক্ষা করতে, ব্যবস্থা করা হল মাথা গোঁজার আশ্রয়স্থলের। এই অভিনব উদ্যোগে বারাসাতের পথ কুকুররা পেল নতুন ঘর। জেলা সদর শহর বারাসাতে এমনই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল একদল পশুপ্রেমিকে। বছর শেষে উৎসবের আনন্দের মাঝেই ঠান্ডা থেকে বাঁচতে, পথ কুকুরদের জন্য যেমন ব্যবস্থা করা হল ঘরের, তেমনি প্রায় ৩০০ কেজি খাবার রান্না করে জেলার বিভিন্ন এলাকার পথ কুকুরদেরও খাওয়ানো হল পশুপ্রেমীদের উদ্যোগে।
advertisement

আরও পড়ুন: বিনা পয়সার চিকিৎসক‌ই ভরসা, সুন্দরবনবাসীর সহায় ডাক্তার ফারুক

এদিন বারাসাত থানা চত্বরে পথ কুকুরদের শীতের হাত থেকে রক্ষা করতে প্রায় কুড়িটি টিনের ড্রাম রং করে, বিচালি দিয়ে সাজিয়ে ঘর তৈরি করে উপহার দেওয়া হয় তাদের। এদিন পথ কুকুরদের এই নতুন ঘরের ফিতা কেটে উদ্বোধন করেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় স্বয়ং। বারাসাতের পশুপ্রেমী নীলাঞ্জনা, অর্পিতা, শর্মিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পৌর প্রধান বলেন, পৌরসভাও নানা ভাবে পথ কুকুরদের সুরক্ষার কথা চিন্তা করে থাকে। আর সেক্ষেত্র এই মহিলাদের পশুপ্রেম রীতিমতো দৃষ্টান্ত তৈরি করছে জেলায়। সারা বছর ধরেই পথ কুকুরদের ভ্যাকসিনেশন, স্টেরিলাইজেশন সহ গরমকালে কুকুরদের জল খাবার পাত্রেরও ব্যবস্থা করে থাকেন এই পশুপ্রেমিরা। ফলে এখন থেকে ঠান্ডায় কিছুটা হলেও নিজেদের রক্ষা করতে পারবে এই পথ কুকুররা

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আগামী দিনে এমন উদ্যোগ জেলার অন্যান্য জায়গায়ও নেওয়া হবে বলে পশুপ্রেমী সংগঠনের তরফ থেকে জানানো হয়। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের বিভিন্ন মহল।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: শীতের হাত থেকে বাঁচতে পথ কুকুররা পেল ঘর, অভিনব উদ্যোগ বারাসতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল