আরও পড়ুন: বিনা পয়সার চিকিৎসকই ভরসা, সুন্দরবনবাসীর সহায় ডাক্তার ফারুক
এদিন বারাসাত থানা চত্বরে পথ কুকুরদের শীতের হাত থেকে রক্ষা করতে প্রায় কুড়িটি টিনের ড্রাম রং করে, বিচালি দিয়ে সাজিয়ে ঘর তৈরি করে উপহার দেওয়া হয় তাদের। এদিন পথ কুকুরদের এই নতুন ঘরের ফিতা কেটে উদ্বোধন করেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় স্বয়ং। বারাসাতের পশুপ্রেমী নীলাঞ্জনা, অর্পিতা, শর্মিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পৌর প্রধান বলেন, পৌরসভাও নানা ভাবে পথ কুকুরদের সুরক্ষার কথা চিন্তা করে থাকে। আর সেক্ষেত্র এই মহিলাদের পশুপ্রেম রীতিমতো দৃষ্টান্ত তৈরি করছে জেলায়। সারা বছর ধরেই পথ কুকুরদের ভ্যাকসিনেশন, স্টেরিলাইজেশন সহ গরমকালে কুকুরদের জল খাবার পাত্রেরও ব্যবস্থা করে থাকেন এই পশুপ্রেমিরা। ফলে এখন থেকে ঠান্ডায় কিছুটা হলেও নিজেদের রক্ষা করতে পারবে এই পথ কুকুররা
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আগামী দিনে এমন উদ্যোগ জেলার অন্যান্য জায়গায়ও নেওয়া হবে বলে পশুপ্রেমী সংগঠনের তরফ থেকে জানানো হয়। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের বিভিন্ন মহল।
Rudra Narayan Roy