শুধু গৃহবধূ কিংবা তার ভাইঝি হুমকির শিকার নন, চিঠিতে পড়শি আরও তিন মহিলার মুখেও অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি দিয়ে বধূর ঘরে চিঠি ফেলা হয়েছে। হুমকি দিয়ে লেখা একাধিক চিঠি পাওয়ার পর গত ১৮ এপ্রিল তিনি জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: ফের দময়ন্তী সেনের উপর আস্থা, নতুন দায়িত্ব দিল কলকাতা হাই কোর্ট!
advertisement
প্রশাসন ও স্থানীয় কাউন্সিলরকে জানানোর পর পরিবারের বাচ্চাদের অপহরণ করার হুমকি এসেছে চিঠির মাধ্যমে। আতঙ্কিত গৃহবধূর দাবি, রাতের অন্ধকারে পিছনের দিকের জানলা দিয়ে হুমকি দিয়ে চিঠি ঘরে ফেলা হচ্ছে। তবে চিঠি কে লিখছেন বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রশাসন তদন্ত করে অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করুক।
advertisement
Arun Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
April 22, 2022 2:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Latest Crime News|| অশ্রাব্য গালি, অ্যাসিড হামলার হুমকি দিয়ে বধূকে লাগাতার চিঠি! ছড়াচ্ছে আতঙ্ক...