পরিবার সূত্রে জানা যায়, গতকাল পেটের ব্যথা নিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়। অভিযোগ, ভর্তি হওয়ার পরেই পাশের বেডের আরেক রোগীর সঙ্গে কোনও বিষয় নিয়ে বচসা বাঁধে ফাগুর। তার পরেই মারামারির ঘটনা। এরপর ওই রোগীকে স্যালাইনের লোহার রড দিয়ে মুখে ও মাথায় আঘাত করে।
advertisement
পরিবারের দাবি, এই ঘটনায় ওই ব্যক্তি ‘গুরুতর জখম’ হয়েছেন। কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষ তখন কী করছিলেন, এ নিয়ে প্রশ্ন তুলে রোগী পরিবারের লোকজন ক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ফের আসেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ বিশাল পুলিশ বাহিনী।
পাশাপাশি, কী নিয়ে এই গন্ডগোলের সূত্রপাত, তার খোঁজ নিচ্ছে পুলিশ। বেশ কয়েকদিন আগেও এক আদিবাসী রোগী হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায়। এখনও যার কোন খোঁজ মেলেনি। গত সোমবারও চিকিৎসকের অভাবে এক নাবালকের মৃত্যু ঘটে বলে অভিযোগ ওঠে। যা নিয়ে ভাঙচুর চলে হাসপাতালে। এদিন ফের দুই রোগীর মারপিটে শোরগোল পড়েছে গোটা হাসপাতাল চত্বরে।
Susmita Goswami