TRENDING:

রাত হলেই রাস্তা ফাঁকা, ট্রাকের কাচ বেয়ে নেমে আসছে কে? আতঙ্কে গৃহবন্দি কালনাবাসী!

Last Updated:

horror incident in Kalna: ভাইরাল ভিডিওতে দাবি করা হচ্ছে, এই দৃশ্য কালনা ফেরিঘাট চত্বরের। কিন্তু কালনা ফেরিঘাট চত্বর এলাকার বাসিন্দারা জানান, এটা কালনা ফেরিঘাট চত্বরের ঘটনা নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কালনা: রাতের অন্ধকারে ট্রাকের উইন্ড স্ক্রিন বেয়ে নেমে আসছে কে? ভূত ভেবে আতঙ্কে এলাকাবাসী। তবে সত্যিটা কী, তা জানা যাচ্ছে না। এমনই এক রহস্যজনক ভিডিও সোশ্যাল মিডিয়ার হাত ধরে রীতিমতো ভাইরাল গঙ্গাপাড়ের মন্দির শহর পূর্ব বর্ধমানের কালনায়। তার জেরে আতঙ্কে কাঁপছেন কালনার মহিলা ও শিশুরা। রাত নামলেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। এই ভূতের ভিডিও কালনা ফেরিঘাট এলাকার বলে দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ওই ছবি সেখানের নয় বলে দাবি কালনার ফেরিঘাট এলাকার বাসিন্দাদের।
advertisement

সোশ্যাল মিডিয়ায় ভৌতিক ছবি ভাইরাল হওয়ায় আতঙ্কে কালনার বাসিন্দারা। এই ভিডিওকে কেন্দ্র করে কালনা শহরে ব্যাপক গুঞ্জন চলছে। রাত ৯টার পর ফেরিঘাট চত্বরের আশেপাশে এলাকাগুলোতে সেই ভাবে মানুষকে বাড়ি থেকে বের হতে দেখা যাচ্ছে না। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি ভৌতিক কান্ড। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে উড়ে উড়ে নামছে একটি ভূত। পরক্ষণেই তা অদৃশ্য হয়ে যাচ্ছে। একটি ঘরের জানালা থেকে সেই দৃশ্য মোবাইলবন্দি করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: উপকরণ পাটকাঠি থেকে তালপাতা, কালীপুজোর মণ্ডপে এ বার আদিবাসীদের গ্রাম

আরও পড়ুন: কিরীটেশ্বরী মন্দিরের ইতিহাস অনেক অজানা তথ্য জানুন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দাবি করা হচ্ছে, এই দৃশ্য কালনা ফেরিঘাট চত্বরের। কিন্তু কালনা ফেরিঘাট চত্বর এলাকার বাসিন্দারা জানান, এটা কালনা ফেরিঘাট চত্বরের ঘটনা নয়। ভিডিওর মতো পর্দা দেওয়া ঘর কালনা ফেরিঘাট চত্বরের আশেপাশে কোথাও নেই। সুতরাং এই এলাকার বাসিন্দাদের বিভ্রান্ত করার জন্য এই ভিডিওটি ভাইরাল করা হয়েছে। এক ব্যবসায়ী জানান, এই ভিডিও দেখে মেয়েরা ভয় পাচ্ছে। অনেকেই সন্ধ্যার পর কালনা প্রাইভেট টিউশন পড়তে গঙ্গা পেরিয়ে ওপারে শান্তিপুরে যায়। এই ঘটনায় তাঁরা আতঙ্কিতই হয়ে পড়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিজ্ঞান মঞ্চের সদস্য আশু পাল জানান, ভূত বলে কিছু নেই। এটা কালনা ফেরিঘাট চত্বরের দৃশ্য নয়। মানুষকে আতঙ্কিত করার জন্য এই ভিডিও ভাইরাল করা হয়েছে। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাত হলেই রাস্তা ফাঁকা, ট্রাকের কাচ বেয়ে নেমে আসছে কে? আতঙ্কে গৃহবন্দি কালনাবাসী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল