মুর্শিদাবাদ জেলার সালার এলাকায় প্রতিদিনের মতো শুক্রবারও ব্যস্ততা ছিল। স্থানীয় সূত্রে খবর, প্রাক্তন পুলিশকর্মী রবিউল আলম (৭২) বাড়ির কাছের একটি চায়ের দোকান থেকে চা খেয়ে ফিরছিলেন। ঠিক সেই সময় সালারের দিক থেকে আসা একটি বরযাত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাণ্ডব শুরু করে।
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি প্রথমে একটি টোটোকে সজোরে ধাক্কা মারে। এরপর সামলাতে না পেরে এক বাইক আরোহীকে ধাক্কা দেয়। সবশেষে রাস্তার বাম পাশে থাকা পথচারী রবিউল আলমকে সরাসরি ধাক্কা মেরে তাঁর বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে গাড়িটিকে ধরে ফেলেন। আহত রবিউল আলমকে উদ্ধার করা হলেও তাঁকে বাঁচানো যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সালার থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে ঘাতক গাড়ি ও চালককে উদ্ধার করে তাঁর নিজেদের হেফাজতে নেয়। সেই সঙ্গেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে। প্রাক্তন পুলিশকর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের পরিবেশ। ঘাতক চালকের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।






