রাতের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান পথচারী ও বাইক চালক। হাওড়া কোনা ট্রাফিক গার্ড অফিস সংলগ্ন নিবড়ায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনা ঘটা মাত্রই আহতদের উদ্ধার করে হাসপাতালের নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। ঘটনায় পথচারী ও চালকের মৃত্যু হয়েছে। বাইকের অন্য আরোহী গুরুতর জখম।
আরও পড়ুনঃ কনকনে ঠাণ্ডায় জমজমাট দিঘা ভ্রমণ! রবিবাসরীয় সকালে সমুদ্র সৈকতে থিকথিকে ভিড়, দেখুন ছবি
advertisement
স্থানীয় ও পথচলতি মানুষের কথায়, জাতীয় সড়ক এবং সার্ভিস রোড বিপজ্জনক। দুরন্ত গতিতে গাড়ি চলছে। ফুট ওভারব্রিজ থাকা সত্ত্বেও বহু মানুষ অবৈধভাবে জাতীয় সড়ক পারাপার করছেন। সড়কের পার্শ্ববর্তী ও অন্যান্য জায়গায় সড়ক দখল করে আবর্জনা ও ইমারতী দ্রব্য রাখাও দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে স্থানীয় হানিফ শেখ জানান, রাস্তার পার্শ্ববর্তীতে যত্রতত্র ইমারতি দ্রব্য পড়ে রয়েছে। মানুষ বাধ্য হয়ে রাস্তার উপর দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছেন। এই বিষয়ে একাধিকবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে লিখিত জানিয়েও সুরাহা হয়নি। নিবড়া থেকে সরস্বতী ব্রিজ পর্যন্ত জাতীয় সড়ক বিপজ্জজনক হয়ে রয়েছে।






