বাস ও ট্রাকের সংঘর্ষের জেরে দুই গাড়ির চালক সহ প্রায় ৩০ জন যাত্রী জখম হয়েছেন। স্থানীয় মানুষ ও পুলিশের সহযোগিতায় দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রথমে হাওড়ার আমতা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও, বেশ কয়েকজন গুরুতর আহত হলে তাঁদের অন্যত্র পাঠানো হয়।
advertisement
আরও পড়ুনঃ হস্তশিল্প থেকে খাবারের স্টলে উপচে পড়া ভিড়! ছড়িয়ে ছিটিয়ে থাকা সব শিল্পের সম্ভার এক ছাতার তলায়
এদিকে রাতে যাত্রীবোঝাই বাসের দুর্ঘটনা খবর পেয়ে আমতা হাসপাতালে পৌঁছন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল। গত প্রায় দুই বছর আগে হাওড়া-আমতা রোডে ধুলোরবাঁধ এলাকায় যাত্রীবোঝাই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। সেই দুর্ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। তারপর ফের হাওড়া-আমতা রোডে বাস ও ট্রাকের সংঘর্ষ। তবে শনিবারের দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর না থাকলেও এদিনের এই ঘটনায় গুরুতরভাবে আহত হন বহু যাত্রী।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আহতদের চিকিৎসাকেন্দ্রে পাঠানোর পাশাপাশি পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। রবিবার সকালে হাইড্রাক্রেনের সাহায্যে দুর্ঘটনা স্থান থেকে ট্রাক ও বাস সরানোর কাজ চলছে। ফলে সকালে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।






