পুলিশ সূত্রে খবর, কুলপির শ্যামবসুরচক পেট্রোল পাম্পের কাছে একটি ১৬ চাকার ট্রাককে পেছন থেকে ধাক্কা মারে একটি ১২ চাকার পাঞ্জাব লরি। এই ঘটনার পর দ্রুত সেখানে ছুটে আসেন স্থানীয়রা।
আরও পড়ুন: সাইকেল সারাইয়ের দোকানে বিক্রি হচ্ছিল পেট্রল, তা থেকেই অগ্নিকাণ্ড বর্ধমানে
খবর যায় কুলপি থানায়। এরপর সেখানে কুলপি থানায় পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে রাস্তার পাশে সরানোর চেষ্টা করে। দুই ট্রাকের চালককেও উদ্ধার করার চেষ্টা করা হয়। কিন্তু পিছনের ট্রাকটি দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে গিয়েছিল। ফলে, তা সরাতে রীতিমত বেগ পেতে হয় পুলিশকে। এই ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে। এরপর পুলিশ এই ট্রাকের মধ্যে থাকা চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
advertisement
আরও পড়ুন: হুড়মুড়িয়ে কমছে তারাপীঠ এর হোটেল ভাড়া!আজই চলে আসুন তারাপীঠ
ওই চালককে প্রথমে কুলপি গ্রামীণ হাসপাতালে আনা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় ডায়মন্ড হারবার মহাকুমা হাসপাতালে। গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে ট্রাক দুটিকে জাতীয় সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।