সাবধান! অ্যালকোহলের সঙ্গে কোন খাবার একেবারেই খাবেন না? সতর্ক করলেন চিকিৎসকেরা
পড়িয়ে ফিরছিলেন ৭২ বছরের গৃহশিক্ষক, ধাক্কা মেরে বুকের উপর দিয়ে চলে গেল মিনিবাস!
পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মী রায় একশো টাকা পেতেন আনোয়ারের কাছে। সেই টাকা চাওয়া নিয়ে বচসা চলার সময় লক্ষ্মীর সঙ্গী কৃষ্ণা মাথায় আদলা ইট দিয়ে থেঁতলে খুন করে আনোয়ারকে বলে অভিযোগ। তার পর দু’জনে পালিয়ে যায়। দু’জনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। যেখানে ঘটনা ঘটেছিল সেখানে এক নিরাপত্তা রক্ষী অভিযুক্ত যুগলকে আনোয়ারের সঙ্গে বচসা করতে দেখেছিলেন। সেই সূত্র ধরে পুলিশ দু’জনকে গ্রেফতার করে। যারা দু’জনেই যুগল ছিল।
advertisement
আজ চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত দীর্ঘদিন মামলা চলার পর মোট ২৪ জনের স্বাক্ষ্য গ্রহণের ভিত্তিতে দু’জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন তিনি। এছাড়াও দু’জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে আদালত। পাশাপাশি, মৃত যুবকের মাকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরন দেওয়ার নির্দেশ দেন।
হুগলি জেলা সরকারি আইনজীবী শংকর গাঙ্গুলী বলেন, ২৪ জনের স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে অভিযুক্ত দু’জনকে দোষী সাব্যস্ত করে ৫হাজার টাকা জরিমানার নির্দেশ দেন মহামান্য বিচারক।
যদিও কৃষ্ণা বাউল দাস আদালত থেকে বের হওয়ার সময় জানিয়েছেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। লক্ষ্মীর সঙ্গে আমার সম্পর্ক ছিল। কিন্তু আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
