পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করেন বছর ছাব্বিশের ওই যুবতী। পুলিশ গতকাল চারজনকে গ্রেফতার করেছে। উত্তরপাড়া থানার নবগ্রামের বেসরকারি হোমের কর্নধর-সহ সেক্রেটারি ও দু’জন কর্মী গ্রেফতার হয়েছে পুলিশের হাতে। ধৃতদের শনিবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।
advertisement
হোম সেক্রেটারি অজয় চট্টোপাধ্যায় নবগ্রাম পঞ্চায়েতে প্রাক্তন তৃণমূল সদস্য। নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, ‘আবাসিক ওই যুবতী খুবই মেধাবী। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওই হোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে একবার আমাদের পার্টি অফিসে এসেছিলেন। আমরা বলেছিলাম পুলিশে অভিযোগ জানাতে। বর্তমানে অজয় চট্টোপাধ্যায় আর তৃনমূল করে না’।
বিজেপির নবগ্রাম মন্ডল সভাপতি রাজেশ রজক বলেন, ‘ওনাকে আমরা চিনি। ওর অনেকগুলো রূপ আছে। তৃণমূলের সদস্য ছিলেন। যদি অভিযোগ সত্যি হয় তাহলে পুলিশ ব্যবস্থা নিক। তৃনমূল করেন তাই পঞ্চায়েতের সঙ্গে ওঠাবসা তো থাকবেই।
যদিও হোমের কর্মীদের একাংশ জানান, হোমের কর্ণধর ভাল লোক। তারা দীর্ঘদিন দেখছেন তাঁকে। কখনও খারাপ কিছু চোখে পরেনি।