স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ার ফলে গঙ্গার পাড় ভাঙনের কবলে পড়ে। গঙ্গার ধারের গুরুত্বপূর্ণ একটি রাস্তায় বড় ফাটল ধরে যায়। ফাটল ধরে আস্তে আস্তে রাস্তার বড় অংশ বসে গেছে গঙ্গার দিকে।
স্থানীয়দের মতে, যখন তখন সেটি সম্পূর্ণ ভেঙে গঙ্গায় তলিয়ে যেতে পারে। আর যদি তা ঘটে, তবে সরাসরি বিপদের মুখে পড়বে পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড। কারণ সেই রাস্তা ভেঙে গেলে হু হু করে গঙ্গার জল ঢুকে পড়বে আবাসিক এলাকায়।
advertisement
আরও পড়ুন: চড়া রোদে নাজেহাল, এরই মাঝে…! কী হবে জলপাইগুড়িতে? আবহাওয়ার পূর্বাভাস যা জানাচ্ছে
বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁদের বক্তব্য, বহু বাড়িঘর ও সম্পত্তি এক মুহূর্তে নদীগর্ভে চলে যেতে পারে। তাই অবিলম্বে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। স্থানীয়দের কথায়, শুধু হুগলির নেহেরু নগর নয়, ভাঙন রুখতে অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে শ্রীরামপুরের একাধিক ঘনবসতিপূর্ণ এলাকা ভবিষ্যতে বিপদের মুখে পড়তে পারে। ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে রাস্তা জনসাধারণের যাতায়াত জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঝাড়গ্রামে এ কী ছবি! হানা দিয়ে বসল ৩০-৩৫ দাঁতাল হাতির দল, কেন জঙ্গল ছেড়ে লোকালয়ে?
এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ সিং ওরফে পাপ্পু বলেন, “শ্রীরামপুরের গঙ্গা ভাঙন নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। প্রশাসনিক স্তরে ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। জেলাশাসক সহ সেচ দফতরকে জানানো হয়েছে। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।”