Elephant Herd: ঝাড়গ্রামে এ কী ছবি! পঙ্গপালের মতো ঢুকে পড়ল দাঁতাল হাতির দল, সংখ্যাটা আতঙ্ক ধরানো

Last Updated:
ভরা বর্ষায় জঙ্গলে খাবারের আকাল। মাঠেও সে রকম কিছু নেই। জমিতে রয়েছে বিঘার পর বিঘা ধান চাষ। তাই খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল।
1/5
হাতির হানার ভয় সব সবময় পিছন তাড়া করে ঝাড়গ্রামের বাসিন্দাদের। এই হানা দিল বুঝি। যদিও বন দফতর হাতির হানা থেকে বাসিন্দাদের রক্ষা করতে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। তবে এবার যে ঘটনা ঘটল ঝাড়গ্রামে, রীতিমতো আতঙ্কিত বাসিন্দারা। (ছবি ও তথ্য: রাজু সিং)
হাতির হানার ভয় সব সবময় পিছন তাড়া করে ঝাড়গ্রামের বাসিন্দাদের। এই হানা দিল বুঝি। যদিও বন দফতর হাতির হানা থেকে বাসিন্দাদের রক্ষা করতে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। তবে এবার যে ঘটনা ঘটল ঝাড়গ্রামে, রীতিমতো আতঙ্কিত বাসিন্দারা। (ছবি ও তথ্য: রাজু সিং)
advertisement
2/5
আসলে বৃহস্পতিবার হাতির দলকে হানা দিতে দেখা গেল ঝাড়গ্রামে। মূলত খাবারের খোঁজেই লোকালয়ে চলে আসে হাতির দলটি। জঙ্গল ছেড়ে কেন খাবারের খোঁজে লোকালয়ে হাতির দল! তাহলে কী খাবারের অভাব পড়ল?
আসলে বৃহস্পতিবার হাতির দলকে হানা দিতে দেখা গেল ঝাড়গ্রামে। মূলত খাবারের খোঁজেই লোকালয়ে চলে আসে হাতির দলটি। জঙ্গল ছেড়ে কেন খাবারের খোঁজে লোকালয়ে হাতির দল! তাহলে কী খাবারের অভাব পড়ল?
advertisement
3/5
ভরা বর্ষায় জঙ্গলে খাবারের আকাল। মাঠেও সে রকম কিছু নেই। জমিতে রয়েছে বিঘার পর বিঘা ধান চাষ। তাই খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল। একটা-দুটো নয়, এতগুলো হাতিকে ধান চাষের জমিতে দেখে আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। ঝাড়গ্ৰামের জাতীয় সড়কের গুপ্তমনি এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় দাপিয়ে বেড়াল ৩০-৩৫ টির একটি দাঁতাল হাতির দল। ছোট বড় মিলিয়ে মোট ৩৫ হাতি ওই দলে।
ভরা বর্ষায় জঙ্গলে খাবারের আকাল। মাঠেও সে রকম কিছু নেই। জমিতে রয়েছে বিঘার পর বিঘা ধান চাষ। তাই খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল। একটা-দুটো নয়, এতগুলো হাতিকে ধান চাষের জমিতে দেখে আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। ঝাড়গ্ৰামের জাতীয় সড়কের গুপ্তমনি এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় দাপিয়ে বেড়াল ৩০-৩৫ টির একটি দাঁতাল হাতির দল। ছোট বড় মিলিয়ে মোট ৩৫ হাতি ওই দলে।
advertisement
4/5
খাবারের সন্ধানে হাতিদের এই যাযাবর প্রবৃত্তি বহুদিনের। জঙ্গল ছেড়ে হাতির দল লোকালের চাষের জমিতে ঢুকে পড়ে। ভয়ে এদিক ওদিক ছুটে বেড়ান গ্রামবাসীরা। অপর দিক দলছুট একটি দাঁতালকে গ্রামবাসীরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ ধান চাষের জমিতে ঘোরাফেরা করার পর রাস্তায় রুটমার্চ করে হাতিটি।
খাবারের সন্ধানে হাতিদের এই যাযাবর প্রবৃত্তি বহুদিনের। জঙ্গল ছেড়ে হাতির দল লোকালের চাষের জমিতে ঢুকে পড়ে। ভয়ে এদিক ওদিক ছুটে বেড়ান গ্রামবাসীরা। অপর দিক দলছুট একটি দাঁতালকে গ্রামবাসীরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ ধান চাষের জমিতে ঘোরাফেরা করার পর রাস্তায় রুটমার্চ করে হাতিটি।
advertisement
5/5
এছাড়াও খাবারের সন্ধানে দাঁতাল হাতি গ্রামের আশেপাশে দাপিয়ে বেড়ানোয় আতঙ্ক গোটা এলাকায়। ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা হাতিগুলিকে জঙ্গলে ফেরাতে চেষ্টা চালান।
এছাড়াও খাবারের সন্ধানে দাঁতাল হাতি গ্রামের আশেপাশে দাপিয়ে বেড়ানোয় আতঙ্ক গোটা এলাকায়। ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা হাতিগুলিকে জঙ্গলে ফেরাতে চেষ্টা চালান।
advertisement
advertisement
advertisement