Elephant Herd: ঝাড়গ্রামে এ কী ছবি! পঙ্গপালের মতো ঢুকে পড়ল দাঁতাল হাতির দল, সংখ্যাটা আতঙ্ক ধরানো
- Published by:Madhab Das
- local18
Last Updated:
ভরা বর্ষায় জঙ্গলে খাবারের আকাল। মাঠেও সে রকম কিছু নেই। জমিতে রয়েছে বিঘার পর বিঘা ধান চাষ। তাই খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল।
advertisement
advertisement
ভরা বর্ষায় জঙ্গলে খাবারের আকাল। মাঠেও সে রকম কিছু নেই। জমিতে রয়েছে বিঘার পর বিঘা ধান চাষ। তাই খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল। একটা-দুটো নয়, এতগুলো হাতিকে ধান চাষের জমিতে দেখে আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। ঝাড়গ্ৰামের জাতীয় সড়কের গুপ্তমনি এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় দাপিয়ে বেড়াল ৩০-৩৫ টির একটি দাঁতাল হাতির দল। ছোট বড় মিলিয়ে মোট ৩৫ হাতি ওই দলে।
advertisement
advertisement