ভিন রাজ্যের বহু শ্রমিক যারা আরামবাগ মহাকুমার বিভিন্ন ইটভাটায় কাজ করেন। তাদের সঙ্গে অনেকেরই আবার ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে। পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাবে তাদের বেশিরভাগ বাচ্চারাই অপুষ্টিতে ভোগে। এবার তাদের পাশেই এসে দাঁড়াল হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা। পুষ্টিকর খাবার সহ একদিনের এক চড়ুইভাতীর আয়োজন করলেন পুলিশ আধিকারিকরা। যেখানে বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়ানো ও তাদের মধ্যে সচেতনতা বার্তা পৌঁছে দিলেন পুলিশ। রবিবার দুপুরে একটি ইট ভাটার প্রায় ৭০ থেকে ৮০ জন শিশুকে একসঙ্গে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন তারা। মেনুতে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, মুরগির মাংস এবং মিষ্টি।
advertisement
আরও পড়ুন: না ফেরার দেশে প্রতুল মুখোপাধ্যায়, প্রখ্যাত সঙ্গীত শিল্পীর অজানা কাহিনি জানলে চমকে যাবেন
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী জানান, “ইটভাটার শ্রমিকরা বেশিরভাগই পরিযায়ী। তাদের বাচ্চারা পর্যাপ্ত পুষ্টির অভাবে ভোগে। তা জানতে পেরেই তাদের এই উদ্যোগ। শুধু একটি ইট ভাটা নয় জেলায় বাকি যে সমস্ত ইটভাটা রয়েছে সেখানে গিয়েও এরপরে কাজ করবেন পুলিশের আধিকারিকরা।” একইসঙ্গে তিনি আহ্বান জানাচ্ছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থাকে যাতে তারা আরামবাগের মত প্রত্যন্ত গ্রাম এলাকায় এসে সেখানকার মানুষদের নিয়ে কাজ করেন।
রাহী হালদার