TRENDING:

Plane Crash: 'মোবাইল খুলতে পারছি না', আহমেদাবাদের অভিশপ্ত বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ রচনা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Plane Crash Rachana Banerjee: গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার AI ১৭১ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বহু। রানওয়ে ছেড়ে ওড়ার পরেই আমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে বিমানটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: গুজরাটের আহমেদাবাদে যে ভয়ানক অভিশপ্ত বিমান দুর্ঘটনা ঘটেছে তাতে শোকস্তব্ধ গোটা দেশ। ঠিক তেমনই এই পুরো ঘটনায় ব্যাপকভাবে মর্মাহত হয়েছেন হুগলির সাংসদ তথা দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছেন, এই ঘটনার পর থেকে মোবাইল খোলা যাচ্ছে না, যতবার খুলছি ততবার ওই ঘটনা সামনে আসছে। বললেন, কী কারণে দুর্ঘটনা খুঁজে বের করা উচিত।
advertisement

বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার AI ১৭১ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বহু। রানওয়ে ছেড়ে ওড়ার পরেই আমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে বিমানটি। এই ঘটনায় শোকোস্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। আর এই ঘটনায় মর্মাহত হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় পোলবায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ কার্যালয়ে বিধায়কদের নিয়ে দলীয় বৈঠক করেন সাংসদ।

advertisement

আরও পড়ুনঃ সোনমের আরও বড় কেচ্ছা! ‘মিথ্যে বলছে, আরও কেউ…’, হাতে জ্বলন্ত প্রমাণ? এবারে বিস্ফোরক অভিযোগ রাজার ভাই সচিনের

সাংসদ বলেন, বিমান দুর্ঘটনায় প্রায় ২৫০ জনের উপর মানুষের মৃত্যু হয়েছে। এটা অভাবনীয়, অকল্পনীয়। এটা প্রচণ্ড দুঃখের ঘটনা ভারতবর্ষের ইতিহাসে এ ধরনের ঘটনা বিরল। কোনও ভাষা নেই, কোনও বাক্য নেই, অত্যন্ত দুঃখের। যতবার মোবাইল খুলছি ততবার ওই ঘটনাটাই সামনে আসছে। সবার চোখে জল শুধু হাহাকার। এতগুলো মানুষের প্রাণ চলে গেল কত ছোট ছোট বাচ্চা তাদের প্রাণ চলে গেছে। কত মানুষ ঘুরতে যায় ভবিষ্যতের জন্য অনেকে লন্ডনে পড়তে যায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে জাতীয় তদন্ত সংস্থা।

advertisement

View More

সাংসদ আরও বলেন, এতদিন ধরে অভিজ্ঞ পাইলটরা কয়েক হাজার কিলোমিটার যাত্রা করেছে। ড্রিমলাইন বিমানে ওঠার সবাই স্বপ্ন দেখে। কিন্তু এভাবে ভেঙে যাবে সেটা অকল্পনীয় অভাবনীয়।

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Plane Crash: 'মোবাইল খুলতে পারছি না', আহমেদাবাদের অভিশপ্ত বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ রচনা বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল