বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার AI ১৭১ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বহু। রানওয়ে ছেড়ে ওড়ার পরেই আমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে বিমানটি। এই ঘটনায় শোকোস্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। আর এই ঘটনায় মর্মাহত হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় পোলবায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ কার্যালয়ে বিধায়কদের নিয়ে দলীয় বৈঠক করেন সাংসদ।
advertisement
সাংসদ বলেন, বিমান দুর্ঘটনায় প্রায় ২৫০ জনের উপর মানুষের মৃত্যু হয়েছে। এটা অভাবনীয়, অকল্পনীয়। এটা প্রচণ্ড দুঃখের ঘটনা ভারতবর্ষের ইতিহাসে এ ধরনের ঘটনা বিরল। কোনও ভাষা নেই, কোনও বাক্য নেই, অত্যন্ত দুঃখের। যতবার মোবাইল খুলছি ততবার ওই ঘটনাটাই সামনে আসছে। সবার চোখে জল শুধু হাহাকার। এতগুলো মানুষের প্রাণ চলে গেল কত ছোট ছোট বাচ্চা তাদের প্রাণ চলে গেছে। কত মানুষ ঘুরতে যায় ভবিষ্যতের জন্য অনেকে লন্ডনে পড়তে যায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে জাতীয় তদন্ত সংস্থা।
সাংসদ আরও বলেন, এতদিন ধরে অভিজ্ঞ পাইলটরা কয়েক হাজার কিলোমিটার যাত্রা করেছে। ড্রিমলাইন বিমানে ওঠার সবাই স্বপ্ন দেখে। কিন্তু এভাবে ভেঙে যাবে সেটা অকল্পনীয় অভাবনীয়।
রাহী হালদার