ঘটনা প্রসঙ্গে জানা যাচ্ছে, চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের সামনে দুই বাইক আরোহীর সঙ্গে বচসা বাধে এক ট্রাফিক পুলিশ কর্মীর। তাঁদের মাথায় হেলমেট না থাকায় বাইকটি আটকায় পুলিশ। এই নিয়ে শুরু হয় বচসা। কথা কাটাকাটির মাঝে এক বাইক আরোহীকে ট্রাফিক পুলিশ চড় মারে বলে অভিযোগ। সেই খবর পেয়ে দুই তরুণের বন্ধুরা এসে পাল্টা ওই ট্রাফিক পুলিশকে কলার ধরে টানাটানি করে। ভরা রাস্তায় হেনস্থা করে।
advertisement
আরও পড়ুনঃ আলু চাষকে শিল্পে রূপান্তরিত করতে নতুন পদক্ষেপ গ্রহণ রাজ্য সরকারের
এমন দৃশ্য দেখে রীতিমত রাস্তায় ভিড় জমে যায়। ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিল সমীর সরকার। ট্রাফিক পুলিশকে উত্তেজিত যুবকদের হাত থেকে বাঁচিয়ে সরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে সমীরবাবুকে। কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত দেওয়ার ঘটনা সামনে আসতেই অভিযুক্তদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় পুলিশ। গ্রেফতার হয় ওই পাঁচ জন। শনিবার তাদের আদালতে তোলা হলে মহিলা জামিন পান। বাকিরা জেল হেফাজতে।