TRENDING:

Hooghly News: ৫০ উনুন ১৫০ জন রাঁধুনি! শ্রীরামপুর রাধাগোবিন্দ জিউ মন্দিরের মেগা কিচেন দেখলে চমকে যাবেন

Last Updated:

Hooghly News: রাস উপলক্ষে সেজে উঠেছে শ্রীরামপুরের রাধা গোবিন্দ জিউ মন্দির। রাসের শেষের দিনে হয় ভোগ বিতরণের পালা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: পৌরাণিক কাহিনী অনুযায়ী জগন্নাথ দেবের দুই স্থান পুরি যাকে বলা হয় নীলাচল ও অন্য জায়গা হল শ্রীরামপুরের মাহেশ, যা বলা হয় নবনিলাচল। মাহেশ বিখ্যাত তার ভোগের জন্য। কথাতেই আছে খিচুড়ি অন্ন পায়েস এই তিন নিয়ে মাহেশ। তবে শুধুমাত্র জগন্নাথ দেবের নয় রাস উপলক্ষে রাধাগোবিন্দ জিউ মন্দিরে রাসের শেষের দিনে গোষ্ঠ বিহার উৎসবে তৈরি হওয়া ভোগ খাওয়ার জন্যও ভিড় জমান কয়েক হাজার মানুষ। কম করে ২৫ হাজার মানুষের ভোগ রান্না হয় এই দিনে।
advertisement

রাস উপলক্ষে সেজে উঠেছে শ্রীরামপুরের রাধা গোবিন্দ জিউ মন্দির। রাসের শেষের দিনে হয় ভোগ বিতরণের পালা। সেই ভোগ বিতরণ করার জন্যই একেবারে কর্মব্যস্ততা মন্দিরের রান্নাঘরে। মন মন চালের খিচুড়ি, তার সঙ্গে তরকারি পায়েস এবং আনুষঙ্গিক ভোগের সরঞ্জাম তৈরি করার জন্য নিযুক্ত হন দেড়শ জন রাধুনী। ৫০ টি উনুনে রান্না হয় প্রায় পঁচিশ হাজার মানুষের অন্ন ভোগ। রাস পূর্ণিমার শেষের দিনে হয় এই ভোগের আয়োজন। সোমবার সকাল থেকেই ভোগের তোড়জন করতে শুরু করেছেন মন্দির কর্তৃপক্ষ।

advertisement

আরও পড়ুন: ৫৮৩ জনের মৃত্যু, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, কিন্তু আকাশে নয়, ঘটে রানওয়েতে! হাড়হিম হয়ে যাবে শুনে

১৫০ জন রাধুনি ৫০টি উনুনে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত অনবরত রান্না করে যান। কারণ পুজো উদ্যোক্তাদের মতে আজকের এই বিশেষ দিনে কোন ভক্ত মন্দিরে এসে ঠাকুরের ভোগ গ্রহণ না করে তারা যাবেন না। সেই কারণে প্রতি ভক্তকে ভোগ দান করার জন্য সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে রান্নার তোড়জোড়। সবার প্রথম তৈরি হয় মালসা ভোগ।

advertisement

প্রায় দেড় হাজার মালশা ভোগ তৈরি হয়েছে মন্দিরের মধ্যেই। পথ চলতি ৫০০০ মানুষকে ভোগ খাওয়ানো হয় পাতায় করে। একই সঙ্গে ১৫ থেকে ২০ হাজার মানুষ মন্দির প্রাঙ্গনে দুপুর থেকে রাত পর্যন্ত ভোগ গ্রহণ করেন। এই বিশাল পরিমাণ ভোগ রান্না করার জন্য দেড়শো জন রাধুনিকে ভাগ করা হয়েছে তিনটি দলে। প্রতি দল নিজস্ব কাজে ব্যস্ত এই বিশাল ভোগ বিতরণের ভোগ রান্নার জন্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় শুরু ক্রিসমাস ফেস্টিভ্যাল! পর্যটকদের জন্য বড়দিনের বড় আকর্ষণ
আরও দেখুন

—- রাহী হালদার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ৫০ উনুন ১৫০ জন রাঁধুনি! শ্রীরামপুর রাধাগোবিন্দ জিউ মন্দিরের মেগা কিচেন দেখলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল