TRENDING:

Hooghly News: ’সাপ মারা নয় উদ্ধার’ স্লোগান পরিবেশকর্মীদের, সাপ নিয়ে সচেতন হচ্ছে গ্রাম-শহর

Last Updated:

সাপ মারা নয় উদ্ধার", এগিয়ে আসছে পরিবেশকর্মী, সচেতন হচ্ছে গ্রাম থেকে শহর। গোঘাটের জনবহুল এলাকা থেকে বিষধর কেউটে উদ্ধার করল পরিবেশপ্রেমি মঙ্গল সাহা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোঘাট: বর্তমানে চলছে বর্ষাকাল। আর এই বর্ষাকালেই গ্রামেগঞ্জে বিভিন্ন প্রজাতির বিষধর সাপ ঘুরে বেড়ায়। সাপের কামড়ে প্রাণ যায় বহু সাধারণ মানুষের। গোঘাট ১ নম্বর ব্লকের ধুলেপুরে একটি কেউটে বিষধর সাপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, হঠাৎই এদিন জনবহুল ওই এলাকায় বিষধর সাপটিকে দেখতে পায় স্থানীয়রা। প্রাণে বাঁচতে অনেকেই এলাকা থেকে পালিয়ে যায়। ঘটনা জেরে খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী মঙ্গল সাহা কাছে। ঘটনাস্থলে পৌঁছে ওই সাপটিকে উদ্ধার করে পরিবেশপ্রেমী মঙ্গলবাবু। রীতিমতো এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে।
advertisement

আরও পড়ুনঃ স্নান করতে নেমেছিল মাধ্যমিক পরীক্ষার্থী, এক লহমায় সব শেষ! শুনলে পায়ের নীচের মাটি সরে যাবে

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘একটি বিষধর সাপ জঙ্গল থেকে বের হতে থাকে। বিশাল আকারের সাপটি দেখে এলাকার বহু মানুষ জমায়েত হয়। বড়সড়ো বিপদের হাত থেকে রক্ষা পেতে পরিবেশপ্রেমী মঙ্গল সাহ-কে খবর দেওয়া হয়।’

advertisement

View More

এই বিষয়ে পরিবেশপ্রেমী মঙ্গল সাহ জানান, ‘হঠাৎই এলাকা থেকে খবর দেওয়া হয় একটি বিষধর সাপ বের হয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে সাপটিকে উদ্ধার করা হয়।’ তিনি সকলের উদ্দেশ্যে বলেন যে, সাপে কামড়ালে গুনিন এবং ওঝার বাড়ি যাবেন না। যেকোনও সময় সাধারণ মানুষ আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করুন। বর্তমানে আরামবাগ মহকুমায় কোন ব্যক্তির বাড়িতে বিষধর সাপ চলে এলে উদ্ধারের জন্য দ্রুত পৌঁছায় মঙ্গল বাবু। পরিবেশে ভারসাম্য যাতে নষ্ট না হয় এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই ভালোবাসা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ’সাপ মারা নয় উদ্ধার’ স্লোগান পরিবেশকর্মীদের, সাপ নিয়ে সচেতন হচ্ছে গ্রাম-শহর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল