আরও পড়ুনঃ স্নান করতে নেমেছিল মাধ্যমিক পরীক্ষার্থী, এক লহমায় সব শেষ! শুনলে পায়ের নীচের মাটি সরে যাবে
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘একটি বিষধর সাপ জঙ্গল থেকে বের হতে থাকে। বিশাল আকারের সাপটি দেখে এলাকার বহু মানুষ জমায়েত হয়। বড়সড়ো বিপদের হাত থেকে রক্ষা পেতে পরিবেশপ্রেমী মঙ্গল সাহ-কে খবর দেওয়া হয়।’
advertisement
এই বিষয়ে পরিবেশপ্রেমী মঙ্গল সাহ জানান, ‘হঠাৎই এলাকা থেকে খবর দেওয়া হয় একটি বিষধর সাপ বের হয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে সাপটিকে উদ্ধার করা হয়।’ তিনি সকলের উদ্দেশ্যে বলেন যে, সাপে কামড়ালে গুনিন এবং ওঝার বাড়ি যাবেন না। যেকোনও সময় সাধারণ মানুষ আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করুন। বর্তমানে আরামবাগ মহকুমায় কোন ব্যক্তির বাড়িতে বিষধর সাপ চলে এলে উদ্ধারের জন্য দ্রুত পৌঁছায় মঙ্গল বাবু। পরিবেশে ভারসাম্য যাতে নষ্ট না হয় এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই ভালোবাসা।
Suvojit Ghosh